আকালি দলের প্রধান সুখবীর সিং বাদলের অভিযোগ, রাজ্য সরকার ৪০০ টাকার ভ্যাকসিন বিক্রি করছে ১০৬০ টাকায়

মারণ ভাইরাসের কবল থেকে রক্ষা পাওয়ার একমাত্র অস্ত্র হল ভ্যাকসিন। সেই ভ্যাকসিন নিয়ে দেশের প্রতিটি রাজ্যেই কমবেশি অভিযোগ উঠছে। এবার পাঞ্জাব সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলল আকালি দলের প্রধান সুখবীর সিং বাদল। পাঞ্জাব সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, ভ্যাকসিন মজুত রয়েছে। সরকারের সে দাবিকে উড়িয়ে আকালি দলের প্রধান সুখবীর সিং বাদলের অভিযোগ, রাজ্য সরকার ৪০০ টাকার ভ্যাকসিন বিক্রি করছে ১০৬০ টাকায়! তারপরই হুঁশিয়ারি দেন তিনি।

বৃহস্পতিবার সুখবীর সিং বলেন, “রাজ্যে করোনা ভ্যাকসিন মজুত রয়েছে, কিন্তু পাঞ্জাব সরকার তা বেসরকারি হাসপাতালগুলির কাছে বিক্রি করছে। ৪০০ টাকায় ভ্যাকসিনের এক একটি ডোজ কিনে পাঞ্জাব সরকার বেসরকারি হাসপাতালে তা ১০৬০ টাকায় বিক্রি করছে। ফলে বেসরকারি হাসপাতালগুলিও আরও চড়া মূল্যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। বেসরকারি হাসপাতালগুলি নিজেদের পরিষেবার জন্য অতিরিক্ত কিছু টাকা যোগ করে ১৫৬০ টাকায় এক একটি ভ্যাকসিনের ডোজ দিচ্ছে। পরিবার পিছু করোনা ভ্যাকসিন নিতে খরচ পড়ছে ৬ থেকে ৯ হাজার টাকা।”

তিনি পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রীর কথা উল্লেখ করে বলেন, “সাধারণ মানুষের জন্য বরাদ্দ ভ্যাকসিন বেসরকারি হাসপাতালে পাঠানোর জন্য স্বাস্থ্যমন্ত্রী বলবীর সিং সিধুর বিরুদ্ধে মামলা করা উচিত। শীঘ্রই যদি করোনা ভ্যাকসিন নিয়ে ব্যবসা বন্ধ না হয়, তবে আদালতে যাব। শিরোমণি দলের নেতৃত্বে সরকার গঠন হলেই গোটা বিষয়টি নিয়ে তদন্ত করা হবে এবং যাঁরাই এই কাজের সঙ্গে জড়িত থাকবে, তাঁদের সকলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। যে মোহালিতে একদিনেই ৩৫ হাজার ডোজ বিক্রি করে রাজ্য সরকার ২ কোটি টাকা আয় করেছে। ১৫৬০ টাকায় ভ্যাকসিনের একটি ডোজ বিক্রিকে কি আপনি সমর্থন সমর্থন করেন? “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.