বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী

আগামিকাল ৫ জুন বিশ্ব পরিবশ দিবস (World Environment Day)। বিশ্ব পরিবেস দিবসের অনুষ্ঠানে আগামিকাল ভার্চুয়ালি (Virtual) যোগ দেবেন প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদী (Narendra Modi)। বিশ্ব পরিবেশ দিবস, ২০২১ সালের থিম ‘‘প্রোমোশন অফ বায়োফুয়েলস ফর বেটার এনভায়রনমেন্ট’। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত এই অনুষ্ঠানে আগামিকাল সকাল ১১টা নাগাদ হাজির থাকবেন প্রধানমন্ত্রী। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রতি বছর ৫ জুন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়। ১৯৭৪ সাল থেকে এই পরিবশে দিবস পালন শুরু হয় বিশ্বব্যাপী। প্রতি বছর পরিবেশ দিবস বিভিন্ন দেশ (Country) পালন করে থাকে। রাষ্ট্রসংঘের উদ্যোগেই এই দিনটির সূচনা। পৃথিবীতে প্রকৃতির (Environment) কী অবদান, তা বোঝাতেই বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়ে থাকে। বিদ্যুৎ গতিতে এগিয়ে চলা বিশ্বে সবুজায়ন ঠিক কতটা জরুরি, তা বোঝাতেও এই বিশেষ দিনটি পালন করা হয়ে থাকে। প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠান বিভিন্ন দেশ করে থাকে।

আগামিকাল বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘রিপোর্ট অফ দ্য এক্সপার্ট কমিটি অন রোড ম্যাপ ফর ইথানল ব্লেন্ডিং ইন ইন্ডিয়া ২০২০-২০২৫’ প্রকাশ করবেন। E-20 শীর্ষক একটি বিজ্ঞপ্তি জারি করছে ভারত সরকার। তেল সংস্থাগুলিকে (Oil Companies) এবার ২০২৩ সালের ১ এপ্রিল থেকে ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রির নির্দেশ দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের (Central Govt) তরফে। পেট্রোলে (Petrol) ২০ শতাংশ ইথানল রাখার কথা বলা হয়েছে। ২০২৫ সালের আগে ইথানল উৎপাদনকারী রাজ্য ও সংলগ্ন এলাকাগুলিতে ইথানল কনসাম্পশন বাড়ানোই লক্ষ্য কেন্দ্রীয় সরকারের।

জানা গিয়েছে, আগামিকাল বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটি পাইলট প্রজেক্টেরও উদ্বোধন করবেন। এছাড়াও বিশ্ব পরিবেশ দিবস, ২০২১-এর অনুষ্ঠান থেকে কৃষকদের (Farmers) সঙ্গেও কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষকদের চাষ-আবাসজনিত সমস্যা-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। ইথানল মিশ্রিত পেট্রোল ও কমপ্রেসড বায়োগ্যাস ব্যবহার করে চাষ-আবাদ করেন বহু কৃষক। অনুষ্ঠান এবিষয়ে কৃষকদের নানা অভিজ্ঞতার কথা জেনে নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.