ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউকে খুব অল্প সময়েই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। সাহস ও সঠিক পরিকল্পনার মাধ্যমেই এই মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউ রুখে দিতে সক্ষম হয়েছে ভারত। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ একেবারে নিয়ন্ত্রণে রয়েছে। তা সম্ভব হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই।
এদিন ৯টি অক্সিজেন প্ল্যান্টের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে গুজরাতে আসেন অমিত শাহ। সেখানে তিনি বলেন, “যখন দেশে কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ে, তখন একাধিক রূপ বদল করেছে ভাইরাসটি। তাই খুব দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছিল। কিন্তু অল্প সময়েই এই সংক্রমন নিয়ন্ত্রণ করা গিয়েছে। এই মারণ ভাইরাসের সংক্রমণ থেকে জনগনকে বাঁচাতে এবং আক্রান্তের দৈনিক হার হ্রাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করা দেশের জন্য সাফল্য। নরেন্দ্র মোদীর সুদক্ষ নেতৃত্বের কারণেই এই সাফল্যের সঙ্গে করোনার দ্বিতীয় ঢেউ সামলানো সক্ষম হয়েছে।”
এদিন প্রধানমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, “ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে এই সংক্রমণে কমানো খুব কঠিন ছিল। অন্য দেশগুলির সংবাদমাধ্যমে দেখায় না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে যে উন্নত দেশগুলির স্বাস্থ্য ব্যবস্থা, পরিকাঠামোও ভেঙে দিয়েছে এই মারণ ভাইরাস। আমি এটা বলতে পেরে আনন্দিত যে এমন সময়ে, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দেশটি বিপুল সাফল্য অর্জন করেছে বর্তমান পরিস্থিতিতে।”
2021-06-04