বুধ এবং বৃহস্পতিবারের মতোই থাকল শুক্রবার দেশের দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ৩৬৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ২ কোটি ৮৫ লক্ষ। শুক্রবার দৈনিক মৃত্যুরও ৩ হাজারের নীচেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা প্রাণ কেড়েছে ২ হাজার ৭১৩ জনের। এ নিয়ে মোট ৩ লক্ষ ৪০ হাজার ৭০২ জনের মৃত্যু হয়েছে করোনা অতিমারির জেরে।
গত দু’সপ্তাহের বেশি সময় ধরে রোজ যত লোক দেশে আক্রান্ত হচ্ছেন, তার থেকে রোজ সুস্থ হচ্ছেন অনেক বেশি। এর জেরে ধারাবাহিকভাবে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। কমতে কমতে সক্রিয় রোগী সাড়ে ১৬ লক্ষের নীচে নেমেছে। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ১৬ লক্ষ ৩৫ হাজার ৯৯৩ জন।
রাজ্যগুলির মধ্যে এখন তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। তবে গত ২৪ ঘণ্টায় তা ২৫ হাজারের নীচে নেমেছে। কর্নাটক এবং কেরলে তা ১৮ হাজারের ঘরে রয়েছে। মহারাষ্ট্রে নেমেছে ১৫ হাজারের ঘরে। অন্ধ্রে এখনও ১১ হাজারের বেশি আক্রান্ত হচ্ছেন রোজ। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় তা ৯ হাজারের নীচে নেমেছে। ওড়িশাতেও তা ৯ হাজারে কম। অসমে তা রয়েছে ৪ হাজারের ঘরে। বাকি রাজ্যগুলিতে দৈনিক আক্রান্ত আড়াই হাজারের নীচে নেমেছে। দিল্লিতে তা কমে হয়েছে ৫০০-র কম।