জম্মু কাশ্মীরে জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন বিজেপি নেতা তথা পুরসভার কাউন্সিলর রাকেশ পন্ডিত

জম্মু কাশ্মীরে (jammu and kashmir) জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন বিজেপি (bjp) নেতা তথা পুরসভার কাউন্সিলর রাকেশ পন্ডিত (Rakesh Pandita)। প্রশাসনের তরফে দু’জন নিরাপত্তারক্ষী সবসময় তাঁর সঙ্গে থাকলেও, ঘটনার দিন কাউকে কিছু না জানিয়েই পুলওয়ামায় বন্ধুর বাড়িতে গেলে এই দুর্ঘটনা ঘটে যায়।

এই ঘটনায় শোকপ্রকাশ করে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানান, ‘বিজেপি কাউন্সিলর রাকেশ পন্ডিতের উপর পুলওয়ামার ত্রালে যে হামলা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা থাকল এবং আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই’।

পাশাপাশি এই ঘটনার কড়া সমালোচনা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিপলস ডেমোক্রাটিক পার্টির প্রধীান মেহবুবা মুফতিও। এক ট্যুইটে তিনি লেখেন, ‘জঙ্গি হামলায় বিজেপি নেতা রাকেশ পন্ডিতের মৃত্যুতে আমি হতবাক হয়ে গিয়েছি। এই ধরনের কাজকর্ম শুধুমাত্র জম্মু কাশ্মীরে সন্ত্রাসের সৃষ্টি করে। ওনার পরিবারের প্রতি আমার সমবেদনা থাকল এবং ওনার আত্মার শান্তি কামনা করি’।

পুলিশ সূত্রে খবর, আগে থাকতেই দু’জন নিরাপত্তারক্ষী সবসময় বিজেপি নেতা রাকেশ পন্ডিতের সঙ্গে থাকতেন, তাঁকে পাহারা দিতেন। কিন্তু ঘটনার দিন কাউকে কিছু না জানিয়েই শ্রীনগরের একটি হোটেল থেকে তিনি পুলওয়ামার ত্রালে তাঁর এক বন্ধুর বাড়িতে চলে যান। আর এটাই সবথেকে বড় বিপদ হয়ে দাঁড়াল তাঁর জীবনে।

জানা গিয়েছে, আচমকাই সেখানে একদল জঙ্গি চড়াও হয়ে গুলি চালাতে শুরু করে। গুলিবিদ্ধ হয়ে সেখানেই প্রাণ হারান বিজেপি নেতা। তবে আসিফা মুস্তাক নামক এক মহিলাকে সেখান থেকে আহত অবস্থায় শ্রীনগরের হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ তদন্তে নেমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.