CBSE-এর বোর্ড মিটিং-এ আচমকা হাজির প্রধানমন্ত্রী, কথা বললেন অভিভাবকদের সঙ্গে

আগেই বাতিল হয়েছে CBSE-এর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এবার আজ CBSE দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে শিক্ষা মন্ত্রকের আয়োজিত এক মিটিং-এ আচমকা হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি সেখানে শিক্ষার্থীদের পিতামাতার সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীদের সমস্যা ও উদ্বেগ নিয়ে আলোচনা করেন।

Prime Minister Narendra Modi in a surprise move joined a session with CBSE students organized by the Education Ministry today. He also interacted with the parents of the students during the meet and had a chat with them on the issues and concerns of students & their parents. pic.twitter.com/uXYTzPYFoi

— ANI (@ANI) June 3, 2021

CBSE দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে রীতিমতন উদ্বেগের মধ্যে কেন্দ্র সরকার। কেমন হবে CBSE দ্বাদশ শ্রেণির মূল্যায়ন পদ্ধতি, তা কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। বাতিল হওয়া দ্বাদশ শ্রেণির ফল প্রকাশের পদ্ধতি নির্ধারণ করার জন্য ২ সপ্তাহ সময় চেয়েছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন (Council for the Indian School Certificate Examinations) ৪ সপ্তাহ সময় চেয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে বিচারপতি খানওয়ালিকরের (AM Khanwilkar) নেতৃত্বাধীন ২ সদস্যের বেঞ্চ জানায়, ৪ সপ্তাহ অনেক বেশি সময়। এরফলে শিক্ষার্থীদের বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সমস্যা হতে পারে। সুতরাং ২ সপ্তাহেই মূল্যায়ন পদ্ধতি জানাতে হবে।

এমতবস্থায় পরীক্ষার্থী এবং অভিভাবককদের মধ্যে চরম উদ্বেগ তৈরী হয়। কিভাবে পরীক্ষার মূল্যায়ন হবে তা নিয়ে রীতিমতন চিন্তার ভাঁজ পরে অভিভাবকদের মধ্যে। পরীক্ষাথীদের সমস্যা দূর করতে কেমন মূল্যায়ন পদ্ধতি হওয়া উচিত তা নিয়ে অভিমত জানতে অভিভাবকদের সঙ্গে আলোচনায় বসে CBSE বোর্ড। সেই আলোচনায় হঠাৎই যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। অভিভাবকদের সঙ্গে সরাসরি কথা বলেন। ছাত্রছাত্রীদের সমস্যা নিয়েও কথা বলেন। সুপ্রিম কোর্টের রায়ের পর হঠাৎই বৈঠকে প্রধানমন্ত্রীর যোগ দেওয়া বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

CBSE-এর পথ ধরে পরীক্ষা বাতিল করেছে একাধিক রাজ্য সরকারও। পরীক্ষা বাতিলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। তিনি বলেছেন, ‘দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল হয়ে হওয়ায় আমি স্বস্তি পেয়েছি। ছেলেমেয়েদের স্বাস্থ্যের বিষয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন ছিলাম। অবশেষে স্বস্তি পাওয়া গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.