শুধু ত্রাণ নয়, চাই কংক্রিটের স্থায়ী নদীবাঁধ। ত্রাণের লাইনে দাঁড়িয়ে এই দাবিই তুললেন সুন্দরবনের (Sundarbans) ঘূর্ণিঝড় দুর্গত মানুষজন। কংক্রিটের নদীবাঁধের দাবিতে আগামী ৫ জুন নদীবাঁধে অবস্থান বিক্ষোভের ডাকও দিয়েছেন সুন্দরবন নদীবাঁধ ও জীবন জীবিকা রক্ষা কমিটি।
ঘূর্ণিঝড় ইয়াসের (Cyclone Yaas) প্রভাবে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও জলবন্দি বহু মানুষজন। বাড়ি ঘরে ফিরতে না পেরে আশ্রয় নিয়েছেন নদীবাঁধে। কবে যে বাড়ি ফিরতে পারবেন তারও কোন নিশ্চয়তা নেই।
এলাকার জল কবে সরবে, কবে এই যাযাবর জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তা কেউই জানেন না। এলাকার মানুষের অভিযোগ আমফানের (Cyclone Amphan) পরেও এই নদীবাঁধে মাটি দেওয়া হয়নি, সরকারের তরফে কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি।
তাঁদের আশঙ্কা অবিলম্বে বাঁধের সমস্যার সমাধান না করা হলে আগামী অমাবস্যার ভরা কোটালে ফের জল ঢুকে প্লাবিত হবে এলাকা। এবার তাই এই যাযাবর জীবন থেকে পাকাপাকি ভাবে মুক্তি পেতে কংক্রিটের নদী বাঁধের জন্য জোরদার দাবি তুললেন সুন্দরবনের মানুষজন।
দুর্গত মানুষজনকে ত্রাণ দিতে যাঁরা যাচ্ছেন তাঁদের কাছে সুন্দরবনের মানুষের দাবি, শুধু ত্রাণ নয়, এলাকায় কংক্রিটের নদীবাঁধ যাতে হয় সেই ব্যবস্থা করা হোক।
বৃহস্পতিবার সকালে গোসাবার রাঙাবেলিয়া জেটিঘাটে ত্রাণের লাইনে দাঁড়িয়েই পোস্টার-প্ল্যাকার্ড হাতে কংক্রিটের নদীবাঁধের জন্য আরও একবার সরব হলেন এলাকার মানুষজন।