আঞ্চলিক ভাষাগুলির মর্যাদা রক্ষা করার জন্য এগিয়ে এলেন হিন্দু মহাসভার এই মানুষটি

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর হিন্দু বাঙালিদের রক্ষা করার জন্য, ভারতীয় সংবিধানের মর্যাদা রক্ষা করার জন্য নেওয়া নানা ভূমিকা আপনাদের জানা। কিন্তু লক্ষ করেছি, ওনাকে নিয়ে বিভিন্ন কাজে, ওনার একটি ভূমিকা নিয়ে প্রায় সবাই নীরব থাকেন: বাংলা ও অন্যান্য আঞ্চলিক ভাষার “হক”(right) রক্ষার্থে তার মহান অবদান।

গণ পরিষদে যখন হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়া নিয়ে উত্তেজনা তুঙ্গে, “হিন্দি fundamentalist”- রা প্রায় যখন এটিকে “জাতীয় ভাষা” বানিয়ে ফেলেছে, নেহেরু – প্যাটেল প্রবল চাপে, তখন আঞ্চলিক ভাষাগুলির মর্যাদা রক্ষা করার জন্য এগিয়ে এলেন হিন্দু মহাসভার এই “সাম্প্রদায়িক” মানুষটি।

স্বভাবসিদ্ধ চাঁচাছোলা ভাষাতে বলে উঠলেন তামিল, তেলেগু ও বাঙালিদের মনের ভিতরের কথা:
“Non – Hindi linguistic minority groups are nervous about Hindi as people speaking other languages, not inferior to Hindi by any means,have not been allowed the same facilities which even the much-detested foreign regime did not dare deprive them of.” (Constituent Assembly Debates, Vol IX, 33, 1391)

এর পরেও বিতর্ক চলেছিল; তবে এই ভাষণের পর “হিন্দিওয়ালা”গুলো ব্যাক গিয়ার মারতে কিছুটা বাধ্য হয়।
আজ আপনারা যে এখনো আঞ্চলিক ভাষাগুলি বলেন তার জন্যে যাদের কাছে কৃতজ্ঞ থাকবেন, তার একজন হলেন শ্যামাপ্রসাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.