করোনা প্রাণ কাড়ল রাজ্যের আরও এক স্বাস্থ্য কর্তার

করোনা (Corona) প্রাণ কাড়ল রাজ্যের আরও এক স্বাস্থ্যকর্তার। এবার করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন রাজ্য স্বাস্থ্য দফতরের ভ্যাকসিনের সুপার ভাইজার (Supervisor) গৌতম চৌধুরী (Goutam Chodhury) । করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন একটি বেসরকারি হাসপাতালে (Pvt Hospitals) চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হল না। বুধবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়। ভিন রাজ্যে থেকে ভ্যাকসিন (Vaccine) আনা এবং বন্টনে বড় ভূমিকা ছিল তাঁর। কোভিড রোগীদের জন্য নিখরচায় অ্যাম্বুল্যান্স (Ambulance) পরিষেবাও চালু করেছে রাজ্য। গৌতমবাবু সেই পরিষেবাও দেখভাল করতেন।

করোনায় মৃত্যু-মিছিল অব্যাহত। রাজ্যে দৈনিক সংক্রমণ কমলেও করোনায় মৃতের সংখ্যা নিয়ে এখনও ঘোর উদ্বেগে রাজ্য সরকার। করোনার বিরুদ্ধে একেবারে সামনের সারিতে থেকে লড়াই চালাচ্ছেন চিকিৎসক (Doctors) , নার্স-সহ অন্য স্বাস্থ্যকর্মীদের। এবার সেই তালিকায় যোগ হল রাজ্য স্বাস্থ্য দফতরের কর্তা গৌতম চৌধুরীর নাম। করোনা প্রাণ কেড়েছে স্বাস্থ্য দফতরের ভ্যাকসিনের সুপার ভাইজারের। ডিউটি করতে-করতেই একদিন অসুস্থ হয়ে পড়েন তিনি। করোনা টেস্ট হলে রিপোর্ট পজিটিভ আসে। কলকাতার (Kolkata) ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে গৌতম চৌধুরীকে ভর্তি করা হয়। দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

চিকিৎসকরা তাঁকে কড়া পর্যবেক্ষণে রেখেছিলেন। কিন্তু এই স্বাস্থ্যকর্তার শরীরে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। টানা চিকিৎসার ধকল নিতে পারলেন না গৌতমবাবু। বুধবার গভীর রাতে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় এই স্বাস্থ্যকর্তার। গৌতম চৌধুরীর প্রয়াণে স্বাস্থ্য দফতরে শোকের ছায়া নেমে এসেছে। স্বাস্থ্য দফতরের ভ্যাকসিনের সুপার ভাইজার ছিলেন গৌতম চৌধুরী। বিভিন্ন রাজ্য থেকে ভ্যাকসিন আনা এবং রাজ্যের বিভিন্ন জেলায় তার বন্টনে বড় ভূমিকা ছিল তাঁর। এরই পাশাপাশি করোনা আক্রান্ত রোগীদের জন্য নিখরচায় অ্যাম্বুল্যান্স পরিষেবা ব্যবস্থার দেখভাল করার দায়িত্বও সামলেছেন তিনি।

গোটা দেশে ছড়িয়েছে সংক্রমণ। করোনা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে বাংলাতেও (Bengal)। যদিও বর্তমানে রাজ্যের দৈনিক সংক্রমণে খানিকটা হলেও লাগাম পরানো গিয়েছে। বুধবার সন্ধেয় রাজ্য স্বাস্থ্য দফতরের (Health Department)দেওয়া তথ্য অনুযায়ী, একদিনে নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯২৩ জন। একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩৫ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.