দেখুন বাংলাকে উত্তরপ্রদেশ হতে না দেওয়ার সংকল্পে কিভাবে হার মেনেছে উত্তরপ্রদেশ..!!
তেইশ কোটি জনসংখ্যার দেশের সবচেয়ে জনবহুল রাজ্যের এই হারের জার্নিটা যোগী আদিত্য নাথের কঠিন ছিল ! ছিল না লকডাউনে লাল ইঁটে সাদা গোল গোল দাগ কেটে সপরিষদ রাস্তায় নেমে সোশ্যাল ডিস্ট্যান্সিং বোঝানো , ছিল না তিন কোটি বাড়ীর রাজ্যে আশা কর্মী দিয়ে ‘সাড়ে তিরিশ কোটি বাড়ী’ সমীক্ষার দাবী !
ছিল করোনার প্রথম ঢেউএর বেসামাল অবস্থাকে রাশ টানার সুচিন্তিত পরিকল্পনা ও ব্যবস্থাপনার অভিজ্ঞতা ! হু(WHO) এর রিকার্ডো অফরিন যেটাকে তীব্র নিন্দা করে বলেছে ,”The UP government’s strategic response to COVID-19 by stepping up contact tracing efforts is exemplary and can serve as a good example for other states” !
দ্বিতীয় ঢেউ এসবের পাশাপাশি ছিল কোন করোনা রোগীকে সরকারি হাসপাতালে না ফেরানোর আদেশ , সরকারি হাসপাতালে জায়গা না হলেও নির্দেশ ছিল বেসরকারি হাতপাতালে ভর্তির , আর হাসপাতালের বিল সরকার নামক গৌরী সেনের মেটানোর ব্যবস্থা !
কন্ট্র্যাক্ট ট্রেসিং , টেস্টিং এবং আইসোলেশনের ব্যবস্থার জন্য 141610 টিম এবং 21242টি হেল্থ সুপারভাইসর , 97941টি গ্রামে ঘুরে যারা ট্রেস করেছে টেস্ট করেছে এবং পজেটিভ হলে ব্যবস্থা করেছে আইসোলেসনের ! মেডিসিন কিট দেওয়ার সঙ্গে দিয়েছে ডিজিস ম্যানেজমেন্টের উপদেশ ! হু এর তীব্র নিন্দায় যেটা ,”UTTAR PRADESH Going the last mile to stop COVID-19″!
উত্তরপ্রদেশ 340096 টি টেস্টে নতুন আক্রান্তের সংখ্যা 2024 , টেস্ট প্রতি মিলিয়ন 216716.4 , পজেটিভিটি রেট 0.5% (29 মে 2021) !
এগারো কোটির উন্নয়নের বাংলায় 63518 টি টেস্টে নতুন আক্রান্তের সংখ্যা 11514 , টেস্ট প্রতি মিলিয়ন 136687, পজেটিভিটি রেট 11% (29 মে 2021) !
Covid Management by Yogi Adityanath in UP, where Dr. M.C. Mishra, Ex-director, AIIMS talks about Covid, government response, Ayurveda and Yogi Adityanath. Here is the video link:
অভিযান পাড়ুই