চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সমস্ত দেশবাসীকে টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিশান রেড্ডি। একইসঙ্গে রেড্ডি জানিয়েছেন, “আগামী ৭ থেকে ৮ মাস ধরে চলবে টিকাকরণ, সবাই টিকা পাবেন এ বিষয়ে নিশ্চিন্ত থাকুন।” বুধবার জি কিশান রেড্ডি জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে সমস্ত দেশবাসীকে টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার এবং ২৫০ কোটি ভ্যাকসিনের ডোজ উৎপাদনের জন্য বেশ কিছু ফার্মা কোম্পানির সঙ্গে কথা হয়েছে।”
রেড্ডি জানিয়েছেন, “মঙ্গলবারই হায়দরাবাদে এসেছে স্পুটনিক।ফাইজার ও জনসন এন্ড জনসন পাওয়ার বিষয়েও আলোচনা চলছে।” দেশবাসীকে আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিশান রেড্ডি জানিয়েছেন, “আগামী ৭ থেকে ৮ মাস ধরে চলবে টিকাকরণ, সবাই টিকা পাবেন এ বিষয়ে নিশ্চিন্ত থাকুন।”
2021-06-02