ঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রিপল, মাস্ক ও স্যানিটাইজার বিতরণের মধ্যে দিয়ে সপ্তাহ ধরে পালন করবে সেবাদিবস। এমনই জানালেন উত্তর ২৪ পরগনার বনগাঁ বিজেপি কর্মী ও সমর্থকরা।
দু’বছর আগে ১ জুন দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেই হিসেবে গতকাল মোদী সরকারের সপ্তম বর্ষপূর্তি ছিল। দিনটিকে ভারতীয় জনতা পার্টি ‘সেবা দিবস’ হিসেবে পালন করবে বলে ঘোষণ
করেছিলেন দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা ৷ সেবা দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে বিজেপি নেতা সৈকত মিত্রের নেতৃত্বে বনগাঁ শহর ও গ্রামের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ত্রিপল, মাস্ক স্যানিটাইজার সহ খাদ্য সামগ্রী তুলে দেনমানুষের হাতে।
বিজেপির জেলা সাধারন সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, ভাতীয় জনতা পার্টি তথা বিজেপি সরকারে সাত বছর বর্ষপূর্তি। সেই উপলক্ষে বনগাঁ সহ গোটা জেলায় পালন হচ্ছে সেবা দিবস। এদিন বিজেপি কর্মীদের উপস্থিতিতে বনগাঁর দুস্থ পরিবারে সদস্যদের হাতে ত্রিপল, মাস্ক, স্যানিটাইজার ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। গোটা সপ্তাহ জুড়ে মানুষের পাশে থেকে এই ভাবে সেবা দিবস পালন করা হবে।