কোভিডের বাড়বাড়ন্তের মধ্যেই কর্ণাটকে হু হু করে বেড়েই চলেছে ব্ল্যাক ফাঙ্গাসে (মিউকোরমাইকোসিস) আক্রান্ত রোগীর সংখ্যা। কর্ণাটকে মঙ্গলবার সকাল ৮.৪৪ মিনিট পর্যন্ত ব্ল্যাক ফাঙ্গাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,৩৭০ জন। চিকিৎসাধীন রয়েছেন ১,২৯২ জন রোগী এবং মৃত্যু হয়েছে ৫১ জনের। ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ২৭ জন।
মিউকোরমাইকোসিস রিপোর্ট অনুযায়ী, সবথেকে বেশি মৃত্যু হয়েছে ধারওয়াড় জেলায়, সেখানে মৃতের সংখ্যা ১৪। সবথেকে বেশি আক্রান্তের সংখ্যা বেঙ্গালুরু আরবানে, সেখানে মোট আক্রান্ত ৫৫৭, তাঁদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে, ৫৪০ জনের চিকিৎসা চলছে এবং সুস্থ হয়েছেন ৬ জন। আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় ধারওয়াড় জেলা। সেখানে আক্রান্তের সংখ্যা ১৫৬, চিকিৎসাধীন রয়েছেন ১৪২ জন। কর্ণাটকের প্রতিটি জেলাতেই ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন মানুষ।
2021-06-01