গান্ধী হাসপাতালে এক বৃদ্ধ করোনা যুদ্ধে হলেন জয়ী। বিশেষ ব্যাপার হল তিনি ১১০ বছর বয়সী। এই বয়সেও তিনি লড়াই করলেন এই মারণ ভাইরাসের সঙ্গে এবং অবশেষে জয়ীর খাতায় নাম লেখালেন।
বৃদ্ধের নাম রামানন্দা তীর্থ। তাঁর দেহে কোভিড-১৯ রোগের উপসর্গ পরিলক্ষিত হওয়ায় তিনি ২৪শে এপ্রিলে গান্ধী হাসপাতালে ভর্তি হন। উল্লেখ্য, বৃদ্ধের মধ্যে কোনো কো-মর্বিডিটি উপস্থিত নেই।
গান্ধী হাসপাতালের সুপারিন্টেনডেন্ট এম. রাজা রাও জানিয়েছেন, “১১০ বছর বয়সী তীর্থ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে আমাদের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, তিনি এখন সেরে উঠেছেন”।
রামানান্দা তীর্থ কেসারা-এর বাসিন্দা। তিনি সেখানে এক আশ্রমে থাকেন এবং প্রায় দুই দশক ধরে হিমালয়ে থাকেন।
হাসপাতালের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে, এই ভিডিওতে দেখা গেছে তীর্থ উক্ত হাসপাতালের ডাক্তারদের তরফ থেকে করা বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন।
হাসপাতালের পক্ষে জানানো হয়েছে যে, তাঁকে পর্যবেক্ষণের জন্য আরও কয়েকদিন হাসপাতালে রাখা হবে এবং তাঁরা তাঁকে অক্সিজেন বিহীন বেডে স্থানান্তর করার কথা ভেবেছেন। তাঁরা এও জানান যে, সেখানে তাঁরা তাঁকে লিকুইড ডায়েটে রাখবেন।