রাজস্থানের বুন্দিতে একটি ভ্যাকসিনেশন সেন্টারের সামনে থাকা ডাস্টবিনে দেখা যায়, বেশ কিছু ভ্যাকসিনশুদ্ধ ভায়াল পড়ে আছে। বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। রাজস্থান সরকারকে চিঠি পাঠায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। চিঠিতে সাফ জানানো হয়, কোনভাবেই ভ্যাকসিনের অপচয় বরদাস্ত হবে না। বিষয়টিকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। এ প্রসঙ্গে আইটি সেলের প্রধান অমিত মালব্য সোশ্যাল মিডিয়ার টুইটার হ্যান্ডেলে জানিয়েছেন, ‘রাজস্থানে করোনা ভ্যাকসিন ফেলে হচ্ছে ডাস্টবিনে। অন্যদিকে, ভ্যাকসিন নিয়ে রোজ উপদেশ দেন রাহুল গান্ধী। ভ্যাকসিন নষ্ট করে কংগ্রেস সরকার। এর উদাহরন ঝাড়খণ্ড, ছত্তিশগড়, রাজস্থান।’
রাজস্থানের স্বাস্থ্য আধিকারিকদের বক্তব্য, একটি ভায়াল থেকে ভ্যাকসিন দেওয়া যায় ১০ থেকে ১১ জনকে। এদিকে, একটি ভায়াল খোলার পর চার ঘণ্টা রাখা যায়। চার ঘণ্টা পেরিয়ে গেলেও ভ্যাকসিন থাকলেও, ভ্যাকসিন দেওয়া যায় না। এ বিষয়ে বুন্দির স্বাস্থ্যকর্মী শিমলা গোস্বামী জানিয়েছেন, আমরা সবথেকে বেশি ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করি, একটি ভায়াল থেকে। যাতে ভ্যাকসিন বাঁচানো যায়। বর্তমানে পুরো বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে রাজস্থান প্রশাসন।