দাম কমা তো দূরের কথা, মূল্যবৃদ্ধিতে রোজই নতুন নতুন রেকর্ড গড়ছে পেট্রোল ও ডিজেল। সোমবারের পর মঙ্গলবার ফের বাড়ল জ্বালানি তেলের দাম, দু’মাসেরও কম সময়ে এই নিয়ে ১৭ বার। মঙ্গলবার কলকাতায় ইন্ডিয়ান অয়েলের পাম্পে লিটার প্রতি পেট্রোল ২৫ পয়সা দামি হয়ে বিক্রি হয়েছে ৯৪.৫০ টাকায়। ২৩ পয়সা বেড়ে ডিজেলের দাম হয়েছে ৮৮.২৩ টাকা। রাজধানী দিল্লিতে পেট্রোলের বর্ধিত দাম ৯৪.৪৯ টাকা এবং ডিজেলের দাম ৮৫.৩৮ টাকা।
মুম্বইয়ে এবার ১০১ টাকা ছুঁতে চলেছে লিটারপ্রতি পেট্রোলের দাম। মুম্বইয়ে মঙ্গলবার পেট্রোলের দাম পৌঁছেছে ১০০.৭২ টাকায় এবং ডিজেলের দাম ৯২.৬৯ টাকা। চেন্নাইয়ের পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে হয়েছে, যথাক্রমে ৯৫.৯৯ টাকা প্রতি লিটার এবং ৯০.১২ টাকা প্রতি লিটার। সমগ্র দেশের মধ্যে পেট্রোল ও ডিজেলের দাম সর্বাধিক রাজস্থানের শ্রীগঙ্গানগরে। শ্রীগঙ্গানগরে ইতিমধ্যেই ১০৫ টাকা ছাড়িয়েছে পেট্রোলের দাম, এবার ডিজেলের দামও ১০০-র পথে।
2021-06-01