নয়া নিয়ম জারি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Vishva Baharati)সংগীত ভবনে। ক্যাম্পাসের বাইরে কোনও অনুষ্ঠান, এমনকী অনলাইনেও অনুষ্ঠান করতে গেলে সংগীত ভবনের অধ্যাপক, অধ্যাপিকাদের অনুমতি নিতে হবে। সোমবার এই নির্দেশিকা (Notification) জারি করল সংগীত ভবন কর্তৃপক্ষ। যা নিয়ে বিশ্বভারতীতে চূড়ান্ত বিতর্ক তৈরি হয়েছে। বিশ্বভারতী অধ্যাপকদের একাংশের অভিযোগ, এই নির্দেশিকা জারি করে অধ্যাপকদের নিয়ন্ত্রণ করতে চাইছে বিশ্বভারতী।
সোমবার সংগীত ভবনের অধ্যক্ষ স্বপন ঘোষের সই করা একটি নির্দেশিকা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে, সংগীত ভবনের সব অধ্যাপক, অধ্যাপিকাদের অনুরোধ করা হচ্ছে, তাঁরা যেন বিশ্বভারতীর বাইরে কোনও সংস্থা, সংগঠন বা প্রতিষ্ঠান থেকে অনুষ্ঠান করার ডাক পেলে তা যেন গ্রহণ না করেন। এমনকি অনলাইনে (Online) অনুষ্ঠান করার বিষয়েও জারি হয়েছে ‘ফতোয়া’। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কেউ বাইরে কোনও অনুষ্ঠান করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ রয়েছে ওই নির্দেশিকায়।
এদিকে, এই নির্দেশিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্বভারতীর অধ্যাপক সংগঠন VBUFA। তাদের মতে, এই ধরনের নির্দেশিকা অধ্যাপকদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ। কারণ, কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনও অধ্যাপক বা অধ্যাপিকা কিছু বললে তাঁকে অনুষ্ঠান করার অনুমতি হয়তো দেওয়া হবে। এটা অধ্যাপক, অধ্যাপিকাদের নিয়ন্ত্রণ করার কৌশল। কিন্তু বিশ্বভারতী সূত্রে জানা গিয়ছে, সুশান্ত দত্তগুপ্ত উপাচার্য থাকার সময় সংগীত ভবনের কয়েকদিন অধ্যাপক, অধ্যাপিকার অনুষ্ঠান নিয়ে বিতর্ক দেখা দেয়। তারপরেই এই ধরনের একটি নির্দেশিকা জারি করা হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে এই নির্দেশিকা দিয়ে থাকে সংগীত ভবন কর্তৃপক্ষ। কিন্তু এবারের নির্দেশিকায় অনলাইনের অনুষ্ঠানে বিষয়টি যুক্ত করা হয়েছে। এই বিষয়ে বিশ্বভারতীর মুখপাত্র অনির্বাণ সরকার কিছু বলতে অস্বীকার করেন।