নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসুর উদ্যোগে উত্তর ব্যারাকপুর পৌরসভার কন্ঠাধার হাসপাতালে চালু হল ২০ শয্যার সেফ হোম। করোনার দ্বিতীয় ঢেউ রাজ্যে আছড়ে পড়েছে ফলে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে লাফিয়ে লাফিয়ে, সেই পরিস্থিতিতে উত্তর ব্যারাকপুর পৌরসভায় কোনও সেফ হোম ছিল না। এই পৌর এলাকায় মানুষদের দাবি ছিল, এই কোভিড পরিস্থিতিতে একটা সেফ হোমের। সেই লক্ষ্যে ইছাপুরের কণ্ঠাধার হাসপাতালের কিছুটা অংশ নিয়ে তাতে প্রাথমিক ভাবে ২০ টি শয্যার সেফ হোম করা হয়েছে।
এই সেফ হোমটিতে নার্সিং ও চিকিৎসক সহ ৬ জন থাকবেন করোনা আক্রান্ত দের চিকিৎসার জন্য। এই সেফ হোমে অক্সিজেনের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এখানে রোগীদের আনার জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হবে। করোনা আক্রান্ত রোগীদের মধ্যে যাদের অবস্থা আশঙ্কাজনক নয় তাদের রাখা হবে এখানে। প্রয়োজন পড়লে তাদের এই সেফ হোম থেকে করোনা হাসপাতালে স্থানান্তরিত করা হবে।
আগামী দিনে এই সেফ হোমে বেডের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক মলয় ঘোষ। এদিন বিধায়িকা মঞ্জু বসু বলেন, “এই সেফ হোমটি শুধু নর্থ ব্যারাকপুর পৌরসভার বাসিন্দাদের জন্য করা হয়েছে এমন নয়, যেকোনও জায়গার রোগীদের বেডের দরকার পড়লে তারা এখানে ভর্তি হতে পারবেন।
আমরা আগামী দিনে এই সেফ হোমে আই সি ইউ চালু করবার চেষ্টা করছি যাতে রোগীর অবস্থা খারাপ হলেও তাকে এখানে রেখেই ট্রিটমেন্ট করা যায়।”