অসম বিজেপি আয়োজিত ‘অনলাইন যোগাসন শিবির’-এ শরীরচর্চা কেন্দ্রীয় দুই মন্ত্রী কিরেন-রামেশ্বরের

 অসম প্রদেশ বিজেপি আয়োজিত সাত দিবসীয় ‘অনলাইন যোগাসন শিবির’-এর সমাপ্তি ঘটেছে আজ সোমবার। অনলাইন যোগ শিবিরে অন্য বহুজনের মতো অংশগ্রহণ করে প্রতিদিন শরীরচর্চা করেছেন কেন্রীমতয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুও। আজ অনলাইন যোগশিবিরের সমাপ্তি দিনে এ ধরনের আয়োজন করায় টুইটবার্তায় অসম প্রদেশ বিজেপি নেতৃত্ব, মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল প্রমুখকে অশেষ ধন্যবাদ জানিয়েছেন কিরেন। 
সমগ্র রাজ্যব্যাপী অনলাইন যোগাসন শিবিরের আজ সপ্তম তথা অন্তিম দিন সকালে গুয়াহাটিতে প্রদেশ বিজেপির সদর দফতরে অনুষ্ঠিত হয়েছে যোগ কার্যক্রম। যোগ কার্যক্রমে শরীরচর্চা করেছেন কেন্দ্ৰীয় মন্ত্ৰী রামেশ্বর তেলি, প্রদেশ সাংগঠনিক সাধারণ সম্পাদক ফণীন্দ্ৰনাথ শৰ্মা, ‘স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধনা সংস্থা’র উপাচার্য ড. এইচআর নগেন্দ্ৰ সহ বহুজন৷ এছাড়া দিল্লিতে যোগশিবিরে অংশগ্রহণ করেছেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু।
সমাপ্তি দিবসের অনুষ্ঠানে ফণীন্দ্ৰনাথ শর্মা, রামেশ্বর তেলি বক্তব্য পেশ করেছেন। তাঁরা বলেন, যোগাসনের দ্বারা শারীরিক, মানসিক, বৌদ্ধিক, আত্মিক সহ সর্বক্ষেত্রে বিকাশ সাধন করে। কোভিড অতিমারির পাশাপাশি লকডাউনের এই জটিল সময় যাতে সকলে ঘরে অবস্থান করে যোগাসনের মাধ্যমে এক সুস্থ সবল শরীরের অধিকারী হতে পারেন সেই লক্ষ্যে অনলাইন যোগাসন শিবিরের আয়োজন করা হয়েছিল। সাতদিবসীয় অনলাইন শিবির প্রত্যেক দিন প্রদেশ বিজেপির বিভিন্ন মোৰ্চার নেতৃত্বে পরিচালিত হয়েছিল। 
উল্লেখ্য, গত ২৫ মে বিজেপির প্রদেশ সভাপতি রঞ্জিতকুমার দাস, মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা, প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল এই সাতদিবসীয় অনলাইন যোগাসন শিবিরের শুভারম্ভ করেছিলেন। গোটা অনুষ্ঠানের মূল প্ৰশিক্ষক হিসেবে ছিলেন হোজাইয়ের বিধায়ক তথা দলের জ্যেষ্ঠ নেতা রামকৃষ্ণ ঘোষ। 
এদিকে আজ অনলাইন যোগশিবিরের সমাপ্তি দিনে এ ধরনের আয়োজন করায় টুইটবার্তায় অসম প্রদেশ বিজেপি নেতৃত্ব, মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল প্রমুখকে অশেষ ধন্যবাদ জানিয়েছেন কিরেন রিজিজু। তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টায় যোগা এখন রাষ্ট্রপুঞ্জের স্তরে পৌঁছে বিশ্বজনীন হয়েছে। প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে যোগা অত্যন্ত কার্যকর পদ্ধতি, টুইটে লিখেছন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। এছাড়া ভিডিওবার্তায় রিজিজু জানান, প্রতিদিন সকালে তিনি অসম বিজেপি আয়োজিত অনলাইন যোগা সেশনে যোগদান করে সুন্দর দিনের সূচনা করছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.