করোনার তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে আগাম প্রস্তুতি নিচ্ছে মহারাষ্ট্র। বিগত কয়েকদিনে দৈনিক সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হয়েছে। ৬০ হাজার থেকে নেমে এখন ২০ হাজার। কিন্তু শিশুদের আক্রান্তের হার বাড়ায় আশঙ্কা বাড়ছে চিকিত্সকদের। গণনা অনুযায়ী, এমাসে মহারাষ্ট্রের আহমদনগর জেলাতে করোনা আক্রান্ত হয়েছে ৮ হাজার শিশু। তথ্য বলছে, মোট আক্রান্তের মধ্যে ১০ শতাংশই শিশু। তৃতীয় ঢেউ-এ শিশুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিত্সকরা। দ্বিতীয় ঢেউ-র জন্য প্রস্তুতি না থাকায় কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে গোটা দেশকে। একদিকে লাফিয়ে লাফিয়ে বেড়েছে করোনা সংক্রমণ, অন্যদিকে হাসপাতালে শয্যা, অক্সিজেনের হাহাকার দেখা গেছে দেশজুড়ে। সেই কারণেই দ্বিতীয় ঢেউ-র তুলনায় তৃতীয় ঢেউয়ে বাড়তে পারে আক্রান্তের হারও। মহারাষ্ট্রের আহমদনগরের জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, তৃতীয় ঢেউ রুখতে শিশুদের কথা বিশেষভাবে মাথায় রেখে তারা বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের পথে হাঁটছে। জুলাই বা আগস্টের আগেই শিশুদের জন্য হাসপাতালে আলাদা কোভিড ওয়ার্ড গড়ার লক্ষ্যে রয়েছে তারা।
2021-05-31