দেশজুড়ে লিকুইড মেডিকেল অক্সিজেনের উৎপাদন দশ গুণ বৃদ্ধি পেয়েছে বলে আজ “মান কি বাত” অনুষ্ঠানে জানালেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। আগে সাধারণত ভারতের ৯০০ মেট্রিক টন লিকুইড অক্সিজেন উৎপাদন হতো। এখন সেখানে ৯ হাজার ৫০০ মেট্রিক টন উৎপাদন হচ্ছে।
মোদী জানান, করোনা দ্বিতীয় ঢেউয়ে প্রত্যন্ত এলাকায় অক্সিজেন পৌঁছে দেওয়াই ছিল তাঁর সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। কিন্তু অক্সিজেন ট্যাঙ্কারের মাধ্যমে সেই চ্যালেঞ্জের মোকাবিলা করেছে সরকার। লক্ষ লক্ষ মানুষের কাছে অক্সিজেন পৌঁছে দেওয়া গেছে।
করোনার মত মহামারীর মধ্যেই গত ১০ দিনে দেশের পূর্ব ও পশ্চিম দুই উপকূলেই আছড়ে পড়েছে দু-দুটি ঘূর্ণিঝড়। আর তাতে বিধ্বস্ত হয়েছে একাধিক জেলা। ঘর ছাড়া বহু মানুষ। জলমগ্ন রয়েছে বহু এলাকা। আজকের মন কি বাত অনুষ্ঠানে ঘূর্ণিঝড়ের বিধ্বস্ত মানুষের পাশে থাকার বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
করোনা পরিস্থিতিতে যেভাবে দেশের প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করা হয়েছে তার প্রশংসা করেন মোদী। পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় যারা কাছের মানুষদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানান তিনি।