এতদিন গোয়েন্দা সংস্থায় ‘র’-এর অপারেশনসের দায়িত্বে ছিলেন সামন্ত গোয়েল। তাঁকে বুধবার ওই সংস্থার প্রধান হিসাবে নিয়োগ করা হল। এর আগে ‘র’-এর প্রধান ছিলেন অনিল ধামসানা। এতদিন ইন্টেলিজেন্স ব্যুরোর কাশ্মীর ডেস্কের গুরুত্বপূর্ণ পদে ছিলেন অরবিন্দ কুমার। তিনি এবার ওই সংস্থার শীর্ষ কর্তা হিসাবে নিযুক্ত হলেন। তাঁর আগে ওই পদে ছিলেন রাজীব জৈন।
একটি সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দু’জনের নিয়োগের ফাইলে সই করেছেন। সেই ফাইল গিয়েছে প্রধানমন্ত্রীর অফিসে। দু’জনেই নতুন দায়িত্ব নেবেন ৩০ জুন থেকে।
গোয়েল এবং কুমার, দু’জনেই ১৯৮৪ সালের ব্যাচের আইপিএস অফিসার। ন’য়ের দশকের শুরুতে পাঞ্জাবে জঙ্গি তৎপরতা দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন গোয়েল। পরে তিনি দুবাই ও লণ্ডনে পোস্টেড হন। অরবিন্দ অসম –মেঘালয় ক্যাডারের আইপিএস। তিনি একসময় বিহারে আইবি-র দায়িত্বে ছিলেন।