প্রায় ৫০ দিন পর ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা দেড় লক্ষের কাছাকাছি পৌঁছে গেল, মৃত্যু কমলেও ৩ হাজারের বেশিই। বিগত ২৪ ঘন্টায় (রবিবার সারাদিনে) ভারতে নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৫২ হাজার ৭৩৪ জন, এই সময়ে দেশে মৃত্যু হয়েছে করোনা-সংক্রমিত ৩,১২৮ জন রোগীর। একইসঙ্গে রবিবার সারাদিনে দেশে সুস্থ হয়েছেন ২ লক্ষ ৩৮ হাজার ০২২ জন। টিকাকরণ অভিযানের মাধ্যমে ভারতে সোমবার সকাল আটটা পর্যন্ত মোট ২১,৩১,৫৪,১২৯ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
ভারতে কমেই যাচ্ছে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা, বিগত ২৪ ঘন্টায় কমেছে ৮৮,৪১৬। ৮৮ হাজার ৪১৬ জন কমে যাওয়ার পর ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ২০ লক্ষ ২৬ হাজার ০৯২-তে (৭.২২ শতাংশ) পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৩ হাজার ১২৮ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৩,২৯,১০০ জন (১.১৭ শতাংশ)। সংক্রমণ বৃদ্ধির মধ্যেও সুস্থতাই প্রতিদিন স্বস্তি দিচ্ছে দেশবাসীকে, রবিবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ২ লক্ষ ৩৮ হাজার ০২২ জন। ফলে সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ২,৫৬,৯২,৩৪২ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯১.৬০ শতাংশ। দেশে এই মুহূর্তে দৈনিক পজিটিভিটি রেট ৯.০৭ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ২১ কোটি ৩১ লক্ষ ৫৪ হাজার ১২৯ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ১০,১৮,০৭৬ জনকে।
2021-05-31