দেশের পর এবার কাশ্মীরেও সংরক্ষণ সংশোধন বিল, হিন্দুদের পথ সুগম করতে বদ্ধপরিকর অমিত শাহ

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ গতকাল লোকসভায় জম্মু-কাশ্মীর সংরক্ষণ সংশোধন বিল পেশ করেন। গত মাসে গোটা দেশে ভারতীয় জনতা পার্টির অভূতপূর্ব জয় এবং দেশে মন্ত্রী সভা গড়ার পর লোকসভা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রুপে অমিত শাহ এর এটাই প্রথম বিল। এই বিলে জম্মু কাশ্মীরের আন্তর্জাতিক সীমার ১০ কিমির মধ্যে থাকা বাসিন্দাদের সরকারি চাকরি এবং শিক্ষা সংস্থা গুলোতে সংরক্ষণ দেওয়ার প্রস্তাব আছে। এর আগে এটি অর্ডিন্যান্স রুপে লাগু করা হয়েছিল, কেন্দ্রীয় ক্যাবিনেট ২০১৯ এর ২৮ ফেব্রুয়ারি এই বিলকে লাগু করেছিল আর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই বিলকে পাশ করিয়েছিলেন।

এর মানে এই যে জম্মু কাশ্মীরের সংরক্ষণ সংশোধক বিল ২০০৪ এর যায়গায় মোদী সরকারের আমলে ২৮ ফেব্রুয়ারি ২০১৯ এ লাগু করা অর্ডিন্যান্সের যায়গায় নতুন সংশোধন বিল লাগু হবে। এই বিলের মাধ্যমে আন্তর্জাতিক সীমান্তের (IB) পাশে থাকা বাসিন্দারা Loc এর পাশে থাকা বাসিন্দাদের মতই সংরক্ষণের সুবিধা ভোগ করতে পারবে। এই বিলের ফলে হিন্দুরা অনেক সুবিধা পাবে। ২০০৪ থেকে এখনো পর্যন্ত শুধুমাত্র Loc এর পাশে থাকা বাসিন্দারা সংরক্ষণ ভোগ করতে পারত।

এই বিলের ফলে জম্মু কাশ্মীরে আর্থিক দিক থেকে কমজোর যেকোন ধর্ম আর জাতির যুবকদের রাজ্য সরকারের চাকরি পেতে সুবিধা হবে। জানুয়ারি ২০০১৯ এ ১০৩ তম সংবিধান সংশোধন এর মাধ্যমে গোটা দেশে আর্থিক দিক থেকে কমজোর উচ্চ বর্ণের মানুষদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ চালু করেছিল মোদী সরকার।

মোদী সরকারের এই নতুন বিল পাশ হলেই, আন্তর্জাতিক সীমান্তের পাশে থাকা মানুষ গুলো সংরক্ষণের ফায়দা তুলতে পারবে। এর ফলে জম্মু কাশ্মীরের পিছিয়ে পড়া জাতি ( Sc ) আর পিছিয়ে পড়া জনজাতি (ST) রা সংরক্ষণের সুবিধা দেওয়ার জন্য ৩৭০ ধারা (১) এ সংশোধনের মঞ্জুরি পাওয়া যাবে।

এই সংশোধন কেন্দ্র সরকারের দূরদর্শী নীতি হতে পারে। কারণ এর ফলে 35A ধারা প্রভাব কম করার সুবিধা পাওয়া যাবে। মোদী সরকার নির্বাচনের আগে নিজেদের নির্বাচনী ইস্তেহারে ধারা ৩৭০ আর 35A কে খতম করার কথা বলেছিল। জম্মু কাশ্মীরকে ৩৭০ ধারা আর 35A গোটা দেশের তুলনায় বিশেষ অধিকার দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.