অনলাইন পণ্য পরিষেবার বাজার দখলে বিগবাস্কেট-র ৬৪.৩ শতাংশ অংশীদারিত্ব কিনছে টাটা

এবার অনলাইন পণ্য পরিষেবার বাজার দখল করতে নেমে পড়ল শিল্প সংস্থা টাটা গোষ্ঠী। অনলাইন মুদিখানা, কাঁচা সবজি, ফলমূল এবং নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহকারী সংস্থা বিগবাস্কেট-র বিপুল অঙ্কের অংশীদারিত্ব কিনে নিল তারা। জানা গিয়েছে, প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকায় বিগবাস্কেট-র ৬৪.৩ শতাংশ অংশীদারিত্ব কিনছে টাটা।শুক্রবার সেই চুক্তি পাকা হওয়ার কথা ঘোষণা করল টাটা। তাদের পূর্ণ ভর্তুকিপ্রাপ্ত সংস্থা টাটা ডিজিটাল সুপারমার্কেট গ্রোসারি সাপ্লায়েজ প্রাইভেট (এসজিএস)-এর অধীনস্থ বিগবাস্কেট-এর ৬৪.৩ শতাংশ অংশীদারিত্ব কিনে নিয়েছে।২০১১ সালে বেঙ্গালুরুতে যাত্রা শুরু হয় বিগবাস্কেট-এর। বর্তমানে দেশের ২৫টি শহরে পরিষেবা দেয় তারা। ওই সংস্থা বিনিয়োগ করে এ বার সরাসরি অ্যামাজন, ফ্লিপকার্ট, জিয়োমার্ট এবং সফ্টব্যাঙ্কের বিনিয়োগ থাকা গ্রোফার্স-এর সঙ্গে প্রতিযোগিতায় নেমে পড়ল টাটা। আগামী দিনে খাবার, জামাকাপড়, বৈদ্যুতিন সরঞ্জাম-সহ যাবতীয় পণ্য চটজলদি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ায় বিশেষ ‘সুপার অ্যাপ’ আনার পরিকল্পনাও রয়েছে তাদের। ২০২২ অর্থবর্ষে সেই পরিকল্পনা বাস্তবায়িত করার লক্ষ্যে এগোচ্ছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.