The Hindu গলওয়ান উপত্যকায় সংঘর্ষের ভূয়ো খবর প্রকাশিত করেছিল, ভারতীয় সেনাবাহিনী এই খবরকে খণ্ডন করেছে

The Hindu গলওয়ান উপত্যকায় সংঘর্ষের ভূয়ো খবর প্রকাশিত করেছিল, ভারতীয় সেনাবাহিনী এই খবরকে খণ্ডন করেছে।

” The Hindu” একটি খবর প্রকাশিত করেছিল যেখানে তারা দাবি করেছিল মে মাসের প্রথম দিকে ভারত এবং চীনের সেনাবাহিনীর মধ্যে গলওয়ান উপত্যকায় একটি ছোট্ট সংঘর্ষ হওয়ার।

ভারতীয় সেনাবাহিনী তৎক্ষণাৎ এই তথ্যকে ভুল বলে জানিয়ে দিয়েছে।
সেনা জনিয়েছে ‘ প্রকাশিত খবরের ন্যায় কোনো সংঘর্ষ মে মাসের প্রথম সপ্তাহে পূর্ব লাদেখের গলওয়ান উপত্যকায় হয়নি’ এবং ‘ খবরটি সম্ভবত সেই উৎস থেকে এসেছে যারা পূর্ব লাদেখে চলা সনস্যার সমাধানকে লাইনচ্যুত করার চেষ্টা করছে’।

মিডিয়াকে খবর প্রকাশিত করার আগে সত্যতা যাচাই করতে বলেছে সেনা। একটি টুইট করে সেনা জানিয়েছে ” মিডিয়াকে অনুরোধ করা হচ্ছে, ভারতীয় সেনাবাহিনী সম্পর্কিত যেকোনো ঘটনার রিপোর্ট প্রকাশিত করার আগে তৃতীয় মাধ্যম থেকে পাওয়া অসমর্থিত তথ্যের উপর ভিত্তি না করে সেনাবাহিনীর কাছে সঠিক মাধ্যম দ্বারা খবর জেনে ঘটনার বর্ণনা/দৃষ্টিভঙ্গি জেনে নিতে”।
ভারতীয় সেনাবাহিনী পরপর চারটি টুইট করেছে।

গত বছরের জুন মাসে গলওয়ান উপত্যকায় চীনের সাথে সংঘর্ষে ভারতের ২০ জন সেনা শহীদ হন।
চীন প্রথম দিকে তাদের সেনাবাহিনীর মৃত্যুর কথা স্বীকার না করলেও পরে বেড়িয়ে আসে তাদেরও সেনাবাহিনী হতাহত হয়েছে।
তারপর থেকেই সেনাবাহিনী পিছিয়ে নিয়ে আসার কাজ শুরু হয়েছে। এরপর দুপক্ষই রাজি হয়েছে পূর্ববর্তী সংঘর্ষের সময়কার সীমানা মেনে চলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.