ভুল তথ্য দিয়ে AAP দেখাতে চাইছে ভ্যাকসিনেশনে ভারত আমেরিকা, ইংল্যান্ডের থেকে কতটা খারাপ অবস্থায় দাঁড়িয়ে : কিভাবে তারা মিথ্যাচার রটিয়েছে

ভুল তথ্য দিয়ে AAP দেখাতে চাইছে ভ্যাকসিনেশনে ভারত আমেরিকা, ইংল্যান্ডের থেকে কতটা খারাপ অবস্থায় দাঁড়িয়ে : কিভাবে তারা মিথ্যাচার রটিয়েছে

সোমবার আম আদমি পার্টি ভ্যাকসিনেশন পরিসংখ্যান নিয়ে একটি গুজব ছড়িয়েছে যেটা একটি নিখাদ আবর্জনা ছাড়া কিছুই না। অমার্জিত ভুল খবর ছড়ানোর পরও টুইটার এখনো এই মিথ্যা খবরগুলোর উপর কোনো পদক্ষেপ নেয়নি।

পার্টি থেকে ছাড়া এক ভিডিও বিবৃতিতে AAP MLA সৌরভ ভারদ্বাজ দাবি করেন যে ইংল্যান্ডের ৮৮% মানুষ ভ্যাকসিন ডোজ নিয়েছে যেখানে আমেরিকাতে এই হার ৮৪%। ভারতের সেই সংখ্যা ১৩% বলে উদ্ধৃত করেন তিনি।

আপ দ্বারা প্রকাশিত এই সংখ্যাগুলি পরিষ্কার মিথ্যা এবং এটি কেবলমাত্র কেন্দ্রীয় সরকারের দুর্ণামের একটা ষড়যন্ত্র।

ইংল্যান্ডের ভ্যাকসিন পরিসংখ্যান
সরকারী তথ্য অনুযায়ী ইংল্যান্ডের ৩৭,৯৪৩,৬৮১ জনকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে। ইংল্যান্ডের মোট জনসংখ্যা ৬.৬ কোটি, অর্থাৎ মোট ৫৭.৪৯% মানুষ অন্তত ভ্যাকসিনের একটা ডোজ পেয়েছে।
মোট প্রায় ৩৪.৩০% মানুষকে পুরোপুরি ভ্যাকসিনেট করা হয়েছে অর্থাৎ ২২,৬৪৩,৪১৭ ডোজ দেওয়া হয়েছে। এটা থেকে বোঝা যায় প্রায় ৭২% প্রাপ্তবয়স্ককে প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং ৪৩% মানুষ দ্বিতীয় ডোজও পেয়েছে।

তদুপরি, ইংল্যান্ডের সব প্রাপ্তবয়স্কর জন্য ভ্যাকসিনেশন শুরু হয়নি। ইংল্যান্ডে ৩৪ বছরের নীচে, উত্তর আয়ারল্যান্ডে ২৫ বছরের নীচে এবং স্কটল্যান্ডে ৩০ বছরের নীচে মানুষদের জন্য ভ্যাকসিনেশন শুরু হয়নি এখনো। ওয়েলসে, প্রায় সব জায়গায় প্রাপ্তবয়স্কদের জন্য ভ্যাকসিনেশন দেওয়া হচ্ছে।

আমেরিকার ভ্যাকসিন পরিসংখ্যান
আমেরিকাতে ৪৯.২% জনসংখ্যা অন্তত ভ্যাকসিনের একটা ডোজ পেয়েছে। ৪৯.৬% প্রাপ্তবয়স্ককে পুরোপুরি ভ্যাকসিনেট করা হয়েছে ৬৫ ঊর্ধ্বে এই হার ৭৩.৯%। মোট জনসংখ্যার প্রায় ৩৯.২% মানুষকে পুরোপুরি ভ্যাকসিনেট করা হয়েছে।
আপ বিধায়কের করা ৮৪% এর দাবি থেকে এই পরিসংখ্যান অনেক দূরে।

ভারতের ভ্যাকসিন পরিসংখ্যান
ভারতে মোট ১৫,২৯,৩০,২৪৯ সংখ্যক প্রথম ডোজ দেওয়া হয়েছে। ধরা যাক ভারতের জনসংখ্যা ১২৫ কোটি, তাহলে মোট জনসংখ্যার প্রায় ১২.২৩% মানুষ অন্তত ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছে।

যেহেতু ভারতের জনসংখ্যা আমেরিকা বা ভারতের থেকে অনেক গুনে বেশি, এটা স্বাভাবিক যে ভারতের সবাইকে ভ্যাকসিনেট করতে অনেক বেশি সময় লাগবে। আমেরিকার অনুমানিম জনসংখ্যা প্রায় ৩২.৮২ কোটি এবং ২০১৯ এর তথ্য অনুযায়ী ইংল্যান্ডের জনসংখ্যা প্রায় ৬.৬ কোটি। এটা পরিষ্কার যে AAP ভারতের ভ্যাকসিনেশন প্রক্রিয়া নিয়ে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে।

বাপ্পাদিত্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.