করোনা আবহের মধ্যেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে৷ বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, জুলাইয়ের শেষ সপ্তাহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ও অগস্টের দ্বিতীয় সপ্তাহে হবে মাধ্যমিক পরীক্ষা। তিন ঘণ্টার বদলে দেড় ঘণ্টায় হবে পরীক্ষা।
প্রসঙ্গত, এবছর মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল আগামী ১ জুন থেকে। উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল আগামী ১৫ জুন। সেইসঙ্গে পিছিয়ে গিয়েছে সিবিএসসি ও আইসিএসসির দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। এর মধ্যেই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে সেফ হোম করা হবে। সেইমতো প্রত্যেক জেলা শাসককে নির্দেশ দেওয়াও হয়েছে। সেই অবস্থায় দাঁড়িয়ে কীভাবে হবে রাজ্যে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষা? তা নিয়ে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল পরীক্ষার্থীদের মধ্যে৷ কিন্তু সম্প্রতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়নি৷ করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এলেই পরীক্ষার দিন ঘোষণা করা হবে৷ সেইসঙ্গে এটাও জানান, পরীক্ষার ভবিষ্যৎ নির্ভর করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। তিনিই সিদ্ধান্ত নেবেন কবে হবে পরীক্ষা৷
এদিন মুখ্যমন্ত্রী জানান, ‘উচ্চমাধ্যমিকে ১৫টি আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে। বাকি বিষয়ের নম্বর স্কুলের পরীক্ষার ভিত্তিতে।’ একই সঙ্গে তিনি জানান, মাধ্যমিক পরীক্ষা নিজের স্কুলে হবে৷ তিনি বলেন, ‘মাধ্যমিকে ৭টি মূল বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। বাকি বিষয়ে স্কুলের পরীক্ষার ভিত্তিতে পরীক্ষার্থীদের নম্বর দেওয়া হবে। ৩ ঘণ্টার আবশ্যিক বিষয়ের পরীক্ষা দেড় ঘণ্টায় হবে।’ উচ্চমাধ্যমিকের ক্ষেত্রেও বিভিন্ন বিষয়ের যত কম পরীক্ষা নেওয়া যায় সে ব্যাপারে দেখার জন্য পর্ষদকে অনুরোধ করেছেন তিনি।
বর্তমানে ট্রেন চলাচল বন্ধ। করোনা পরিস্থিতিতে বিশাল সংখ্যক পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রগুলিতে যাতায়াতের সমস্যাও থাকছে। এছাড়াও জেলায় জেলায় উত্তরপত্র পাঠানোর ক্ষেত্রে লোকাল ট্রেনই বড় ভরসা পর্ষদের৷ সেই কারণেই সেই কারণেই পরীক্ষা পিছিয়ে দেওয়া হল৷ এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘বাড়ির কাছে নিজের স্কুলে পরীক্ষার আসন পড়লে যানবাহনে চড়ে যেতে হবে না ছাত্র-ছাত্রীদের।’’