জ্বালানি তেলের চড়া দর ফের নতুন রেকর্ড গড়ল দেশে। মূল্যবৃদ্ধিতে একের পর রেকর্ড গড়তে গড়তে বৃহস্পতিবার আরও মহার্ঘ্য হল পেট্রোল ও ডিজেল। মহার্ঘ্য হওয়ার পর বৃহস্পতিবার মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে লিটারপ্রতি পেট্রোল বিক্রি হয়েছে ১০১.৭৭ টাকায়, আবার মুম্বইয়ে ১০০ টাকা ছুঁতে চলেছে পেট্রোলের দাম।
কলকাতায় লিটার প্রতি পেট্রোলের বর্ধিত দাম ৯৩.৭২ টাকা এবং ডিজেলের দাম ৮৭.৪৬ টাকা| দিল্লিতে পেট্রোলের বর্ধিত দাম ৯৩.৬৮ টাকা এবং ডিজেলের দাম ৮৪.৬১ টাকা। ভোপালে পেট্রোলের বর্ধিত দাম ১০১.৭৭ টাকা এবং ডিজেলের বর্ধিত দাম ৯৩.০৭ টাকা।কলকাতা, দিল্লি ও ভোপালের পাশাপাশি এদিন মুম্বই ও চেন্নাইতেও বেড়েছে দুই জ্বালানি তেলের দাম। দাম বাড়ার পর মুম্বইয়ে এক লিটার পেট্রোলের দাম ৯৯.৯৪ টাকা এবং ডিজেলের দাম ৯১.৮৭ টাকা। চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে হয়েছে, যথাক্রমে ৯৫.২৮ টাকা প্রতি লিটার এবং ৮৯.৩৯ টাকা প্রতি লিটার।
2021-05-27