ইয়াস আসার আগেই ঝড়ের তাণ্ডব হুগলি এবং উত্তর ২৪ পরগনার কিছু এলাকায়। হুগলির ব্যান্ডেল এবং উত্তর ২৪ পরগনার নৈহাটি ও হালিশহরে মঙ্গলবার কয়েক মুহূর্তের ঝড়ে আতঙ্ক তৈরি হয়। কয়েক মুহূর্তের ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় ওই সব এলাকা। ঝড়ের জেরে দোকান উড়ে পড়ে খালে। ভেঙে পড়ে গাছপালাও। আবহাওয়া দফতর জানিয়েছে, এটা ছোটখাটো টর্নেডো। ঘূর্ণিঝড়ের আগে এমনটা হয়।
মঙ্গলবার দুপুরে ঝড় শুরু হয় ব্যান্ডেলে। তার প্রভাব দেখা যায় লাগোয়া নৈহাটি এবং হালিশহরেও। তার জেরে হুগলি-চুঁচুড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ড অর্থাৎ ব্যান্ডেল চার্চ সংলগ্ন খেলনার দোকান উড়ে গিয়ে পড়ে রসভরা খালে। গাছ পড়ে একাধিক বাড়ির চালও ভেঙে পড়ে। কয়েকটি বাড়ির টিনের চাল পাক খেতে খেতে উড়ে যায় বহু দূরে। মঙ্গলবারই জানা গিয়েছে, ইয়াসের গতিপথ এখন ওড়িশার দিকে। এমন পরিস্থিতিতে স্বস্তিতে ছিলেন অনেকেই। কিন্তু আচমকা ঝড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছিল হুগলি এবং উত্তর ২৪ পরগনার কিছু অংশে। দুপুরে আচমকা শুরু হয় ঝড়। ৬ নম্বর ওয়ার্ডের কো অর্ডিনেটর ঝন্টু বিশ্বাস বলেন, ‘‘আমরা বাসিন্দাদের বারবার বলছি আশ্রয় শিবিরে চলে যেতে। কিন্তু তাঁরা শুনছেন না। কিন্তু কিছু ক্ষণ ঝড়ের যে তাণ্ডব যা দেখলাম, তাতে ভয় হচ্ছে, ইয়াস এলে কী হবে।’’
মঙ্গলবার পাণ্ডুয়ার হড়াল দাসপুরে বাজ পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের। নিহতের নাম কমল মাঝি (২২)। মঙ্গলবার দুপুরে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। সেই সময় বাইরে বেরিয়েছিল কমল। বজ্রাঘাতে তাঁর মৃত্যু হয়। পাণ্ডুয়ার দ্বারবাসিনী পঞ্চায়েতের আটপালা গ্রামের স্বপন বাউল দাস (৪০) নামে আর এক জনের মৃত্যু হয়েছে বজ্রাঘাতে। মাঠে কাজে গিয়েছিলেন তিনি।