ধেয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় (Cyclone) ইয়াস (Yaas) । মঙ্গলবার বেলা ৩টে পর্যন্ত ওডিশার (Odisha) বালেশ্বর (Baleswar) থেকে ৩৭০ কিমি দূরে রয়েছে ইয়াস। ঘূর্ণিঝড় মোকাবিলায় একাধিক ব্যবস্থা নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার (Wb Govt)। রাজ্যের ৯ জেলায় বন্যার সতর্কতা (Flood Alert) জারি করা হয়েছে। দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, দুই বর্ধমানের জেলাশাসকদের সতর্ক করা হয়েছে।
এছাড়াও দক্ষিণ ও উত্তর ২৪ পরগনার নদী তীরবর্তী এলাকা ও নদীপাড়ের নীচিু এলাকা থেকে সরানো হয়েছে লক্ষ-লক্ষ বাসিন্দাকে। ত্রাণ শিবিরগুলিতে নিয়ে গিয়ে রাখা হয়েছে তাঁদের। করোনাকালে (Corona) ত্রাণ শিবিরগুলি (Relief Camp) থেকে যাতে কোনওভাবে সংক্রমণ ছড়িয়ে না পড়ে সেব্যাপারে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। ত্রাণ শিবিরগুলিতে মাস্ক (Mask) ও স্যানিটাইজার (Sanitiser) রাখা হয়েছে।
করোনার দোসর ঘূর্ণিঝড় ইয়াস। মঙ্গলবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওডিশার পারাদ্বীপ থেকে ২৭০ কিলোমিটার দূরে রয়েছে ইয়াস। এরাজ্যের পূর্ব মেদিনীপুরে (East Midnapur) ইয়াসের সবচেয়ে বেশি প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার South (24 parganas) উপকূলবর্তী এলাকাতেও দাপট দেখাতে পারে ইয়াস। ইয়াস মোকাবিলায় দিঘায় সেনা নামো হচ্ছে। রাজ্যের ৯ জেলায় ইয়াস-এর জেরে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করছে প্রশাসন। ইতিমধ্যেই জেলাশাসকদের এব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে। সতর্ক করা হয়েছে দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, দুই বর্ধমান ও দুই ২৪ পরগনার জেলাশাসকদের (Dm)।
ঘূর্ণিঝড় ইয়াসের জেরে দক্ষিণবঙ্গের (South Bengal) সমস্ত জেলা জুড়েই মঙ্গলবার সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে৷ সকাল থেকেই মেঘে ঢাকা আকাশ, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। ইয়াস যত কাছে এগিয়ে আসবে বৃষ্টির পরিমাণ তত বাড়বে কলকাতা (Kolkata) ও তার সংলগ্ন অঞ্চলে।
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। বৃষ্টির জেরে স্বাভাবিক কারণেই কমেছে তাপমাত্রা (temperature)। আজ সকাল পর্যন্ত বৃষ্টির (rain) পরিমাণ ৩৪.৭ মিলিমিটার। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৭২ শতাংশ। তবে ইয়াস-এর জেরে বড়সড় ক্ষতি সম্ভবত হবে না কলকাতায়। অন্তত এখনও পর্যন্ত ঝড়ের গতি প্রকৃতি দেখে এমনই অনুমান আলিপুর আবহাওয়া দফতরের।