সমুদ্রের এক জায়গায় দাঁড়িয়ে শক্তি বাড়াচ্ছে ‘ইয়াস’, শক্তিশালী ঘূর্ণিঝড়ে বদলাবে ১২ ঘণ্টায়

রবিবার থেকে পূর্ব ও মধ্য বঙ্গোপসাগর ও উত্তর আন্দামান সাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড়ে বদলাতে শুরু করেছিল। সোমবার সকালে নিম্নচাপ পুরোপুরি ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ের চেহারা নেয়। মৌসম ভবন বলছে, এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ ওড়িশার বালাসোর থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণপূর্বে কেন্দ্রীভূত হয়েছে ঘূর্ণিঝড় ইয়াস। বেলা অবধি সেখানে দাঁড়িয়েই শক্তি সঞ্চয় করে নিচ্ছে। আগামী ১২ ঘণ্টার মধ্যে ‘সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম’ বা শক্তিশালী ঘূর্ণিঝড়ে বদলে যাবে।

ঘূর্ণিঝড় ইয়াসের অবস্থান কোথায়, কী গতিতে ঝড় এগিয়ে আসবে পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলের দিকে, তার প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছে মৌসম ভবন। দুপুরের বুলেটিনে জানা গেছে, বালাসোরের দক্ষিণপূর্বে বঙ্গোপসাগরে ১৬.৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৯.৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা বরাবর কেন্দ্রীভূত হয়ে যাছে ঘূর্ণিঝড়। এখান থেকেই শক্তি সঞ্চয় করে গতি বাড়িয়ে গাঙ্গেয় বঙ্গের উপকূলের দিকে এগিয়ে আসবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিভিয়ার থেকে ‘ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম’ বা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে বদলে যাবে ইয়াস।

সাধারণত ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ১১৭ কিলোমিটার ছাড়িয়ে গেলে সেটি হারিকেন পর্যায়ে চলে যায়। ইয়াস ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮৫ কিলোমিটার অবধি পৌঁছে যাবে, তাই সাফির-সিম্পসন স্কেলে একে তৃতীয় ক্যাটেগরির হারিকেনের পর্যায়ে ফেলা হয়েছে। ২৬ তারিখ বুধবার উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূল বরাবর সাগর ও পারাদ্বীপের মাঝখানে ল্যান্ডফল হতে পারে ইয়াসের। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতি হবে সর্বোচ্চ, ঘণ্টায় ১৫৫ থেকে ১৮৫ কিলোমিটার। তবে এর পরেই ঘূর্ণিঝড়ের গতি কমবে, অতি শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে শক্তিশালী ঘূর্ণিঝড়ে বদলে যাবে ইয়াস। তখন ঝড়ের গতি হবে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার।

Image

সমুদ্র থেকে স্থলভাগের দিকে আসার সময় ও উপকূলে ঢোকার পরে ইয়াসের প্রভাবে প্রবল ঝোড়ো হাওয়া বইবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উপকূলের জেলাগুলিতে

এক নজরে কোন দিন কত বেগে বইবে ঝোড়ো হাওয়া

রাতের দিকে বেড়ে হবে ঘণ্টায় ৬০ কিলোমিটার।

মঙ্গলবার সন্ধে

হাওয়ার বেগ আরও বাড়বে ৫০-৬০ কিলোমিটার/ঘণ্টা।

রাতের পরে ঘণ্টায় ৭০ কিলোমিটার।

বুধবার সকাল

ঘূর্ণিঝড় ঢুকে যাবে বাংলার উপকূলে।

ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

বুধবার দুপুর

ঝড়ের গতি বাড়বে। ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার বেগে হাওয়া বইবে।

বুধবার সন্ধে

হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার।

সন্ধে থেকে রাতের মধ্যে হাওয়ার সর্বোচ্চ বেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.