চোখরাঙানো শুরু করে দিয়েছে ইয়াস। পূর্বাভাস মতোই, গত ৬ ঘণ্টায় বঙ্গোপসাগরের পূর্ব-মধ্যে অবস্থান করা গভীর নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। আগামী ২৪ ঘন্টায় আরও শক্তি বাড়বে ইয়াসের, সবকিছু ঠিকঠাক থাকলে বুধবার স্থলভাবে আছড়ে পড়তে পারে ইয়াস। ভারতীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে সোমবার সকাল ৯.০৩ মিনিট নাগাদ টুইট করে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের পূর্ব-মধ্যে অবস্থান করা গভীর নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। সেই সময় পোর্ট ব্লেয়ার থেকে ৬০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল ইয়াস। দিঘা থেকে ৬৩০ কিলোমিটার দূরে ছিল ও পারাদ্বীপ থেকে ছিল ৫৪০ কিলোমিটার দূরে।
আগামী ২৪ ঘন্টায় আরও শক্তি বৃদ্ধি করবে ইয়াস। তারপরের ২৪ ঘণ্টায় আরও শক্তিশালী রূপ নিয়ে আছড়ে পড়বে স্থলভাগে। পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও ওডিশার পারাদ্বীপের মধ্যে দিয়ে ঘূর্ণিঝড়ের স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। রবিবার গভীর রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনার, কলকাতায়। সোমবার সকালেও সমস্ত জেলায় আকাশের মুখভার। মঙ্গলবার থেকেই রাজ্যের উপকূলবর্তী জেলাগুলি অর্থাৎ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হাওড়াতেও। সেই সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
2021-05-24