কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য খুশির খবর। একলাফে অনেকটা বাড়ল মহার্ঘ ভাতা। করোনার জেরে যখন সকল স্তরের মানুষের কষ্টে দিন কাটছে, বেতন বৃদ্ধি বা ডিএ নিয়ে চিন্তায় ছিলেন বহু কর্মচারী। ঠিক তখনই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ‘আচ্ছে দিন’ এল। শুক্রবার কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের এই ঘোষণা অনুযায়ী প্রায় দেড় কোটি কেন্দ্রীয় সরকারের কর্মীরা এর ফলে উপকৃত হবেন। করোনায় জর্জরিত গোটা দেশ। এর প্রভাব পড়েছে দেশের অর্থনৈতিক অবস্থাতেও। আর সেই মুহূর্তেই মহার্ঘ ভাতা বাড়াল কেন্দ্র।
প্রতি মাসের হিসেব অনুযায়ী দ্বিগুণ বাড়ল পরিবর্তনশীল মহার্ঘ ভাতা ১০৫ টাকা থেকে বেড়ে ২১০ টাকা হল। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম মজুরিও বাড়ছে। রেল, খনি, তৈলক্ষেত্র, বিল্ডিং মেরামত, বন্দরসহ কেন্দ্রের অধীনস্ত সব প্রতিষ্ঠানের স্থায়ী সহ, অস্থায়ী ও ঠিকাকর্মীদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। যার ফলে ন্যূনতম মহার্ঘভাতা বেড়ে দাঁড়াল ৪৩১ টাকা। সর্ব্বোচ্চ দৈনিক মহার্ঘভাতা হল ৮৫৩ টাকা। এই প্রসঙ্গে শ্রমমন্ত্রী সন্তোষ গাংওয়ার জানিয়েছেন, নয়া এই পরিবর্তনশীল মহার্ঘভাতার নিয়মের ফলে দেশজুড়ে প্রায় ১.৫০ কোটি কর্মচারী উপকৃত হবেন। বিশেষত করোনার সময় এই বৃদ্ধি তাদের সাহায্য করবে।