পাহড়ে চড়া যাদের নেশা তাঁরাও এখন নেমেছেন করোনা মহামারীর মোকাবিলায়৷ দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর, নরেন্দ্রপুর, গড়িয়া এলাকায় কোভিড জয় করতে এগিয়ে এলেন পর্বতারোহীরা৷ সোনারপুর আরোহীর উদ্যোগে ক্লাব ঘরেই খোলা হয়েছে কন্ট্রোল রুম৷ পালা করে সেখানে তিনটি শিফটে থাকছেন পর্বতারোহীরা৷ সোশাল মিডিযায় ছড়িয়ে দেওয়া হয়েছে ফোন নম্বর৷ কোভিড আক্রান্তকে হাসপাতাল বা সেফ হোমে পৌঁছানো বা বাড়িতে অক্সিজেন পৌঁছে দেওয়া তো আছেই, এরসাথে কোভিড আক্রান্ত রুগীর বাড়িতে ঔষধ থেকে আরম্ভ করে প্রয়োজনীয় জিনিসও পৌছে দিচ্ছেন তারা৷
দিন তিনেক আগেই ক্লাবের সদস্যরা ঠিক করেন করোনা মহামারীর কারণে এবারে অভিযান বন্ধ রাখা হবে। আর সেই অভিযানের জন্য জমানো টাকা দিয়েই প্রাথমিক ভাবে শুরু হবে করোনার বিরুদ্ধে যুদ্ধ। পাশাপাশি ক্লাবের সদস্যরা নিজেরা চাঁদা দিয়ে এই করোনাকে মোকাবিলা করতে সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন। এলাকার বহু মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। বাড়িতে দ্বিতীয় কোনও ব্যক্তি নেই যিনি হাট বাজার করতে পারবেন। সেই সমস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে তাঁদের ওষুধ, প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছেন এই পর্বত আরোহীরা।
পাশাপাশি এলাকায় করোনা আক্রান্ত মানুষকে অক্সিজেন পরিষেবা পৌঁছে দেওয়া থেকে শুরু করে রোগীদের প্রয়োজনে হাসপাতাল বা সেফ হোমে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করছেন সোনারপুর আরোহীর সদস্যরা। ক্লাবের সম্পাদক তথা এভারেস্ট ও কাঞ্জনজঙ্ঘায় সফল আরোহনকারী রুদ্রপ্রসাদ হালদার বলেন, মানুষের পাশে থাকতেই তাদের এই উদ্যোগ৷ চিকিৎসকদের পরামর্শ নিয়ে তারাও এই লড়াইয়ে সামিল হয়েছেন৷