‘কাটমানি’ ইস্যুতে আজ উত্তাল হতে চলেছে বিধানসভা

আজ, সোমবার থেকে রাজ্য বিধানসভার অধিবেশন ‘কাটমানি’ ইস্যুতে সরগরম হওয়ার সম্ভাবনা প্রবল। বিরোধী বাম, কংগ্রেস ও বিজেপি এই ইস্যুটি নিয়ে শাসক দল তৃণমূলের উপর চলেছে বলে খবর৷ এনিয়ে মুলতুবি প্রস্তাব বা ১৮৫ ধারায় আলোচনা চাইতে পারেন বিরোধীরা।

গত শুক্রবারই বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেছিলেন, কাটমানি নিয়ে নাটক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কাটমানি খাওয়া যদি সত্যিই বন্ধ করতে চান তাহলে একজন বিচারপতির নেতৃত্বে কমিশন গঠন করুন তিনি৷ আর তা না হলে চলতি বিধানসভা অধিবেশনের আগামী দিনগুলিতে শাসকের উপর চাপ বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি৷

উল্লেখ্য, তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর থেকেই কাটমানি নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে গণ্ডগোল শুরু হয়েছে৷ বীরভূম, চন্দননগর, নদীয়ায় তৃণমূল নেতাদের বাড়িতে কাটমানি ফেরৎ পেতে বিক্ষোভ দেখাচ্ছেন আম-জনতা৷ এই বিক্ষোভের পিছনে কোথাও কোথাও বিজেপির মদত রয়েছে বলে তৃণমূল নেতৃত্বের একটা অংশ মনে করছে৷

পরিস্থিতি বেগতিক দেখে রবিবারই প্রেস বিবৃতি দিয়ে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, তৃণমূলের ৯৯.৯৯ শতাংশ লোকই সৎ৷ তাঁর দাবি, ‘মুখ্যমন্ত্রীর বক্তব্য বিকৃত করছে মিডিয়ার একাংশ। দলে ৯৯.৯৯ শতাংশ নেতাই সত্‍ ও পরিশ্রমী। তাঁরা উন্নয়নের সুফল মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। অন্য দল থেকে আসা কিছু লোক এখন তৃণমূলকে কালিমালিপ্ত করছে। তাঁরাই শুধু দুর্নীতি ও অনিয়মের সঙ্গে যুক্ত। পঞ্চায়েত-পুরসভার মুষ্টিমেয় কিছু লোক বিজেপিতে গিয়েছে। তাঁদের উদ্দেশ্য অসত্‍ এবং কায়েমি স্বার্থ আছে। কিন্তু কেউ অপরাধ করে পার পাবে না’।

উল্লেখ্য, গত মঙ্গলবার নজরুল মঞ্চে কলকাতায় রাজ্যের সব পুরসভার কাউন্সিলরদের ডেকে বৈঠক করেন মমতা। সেখানেই তিনি বলেন, কেউ কেউ সমব্যথীর ২০০০ টাকা থেকেও ২০০ টাকা কমিশন নেয়। কন্যাশ্রী থেকে স্বাস্থ্যসাথী সব প্রকল্প থেকেই দলের জনপ্রতিনিধিরা কাটমানি নিচ্ছেন বলে অভিযোগ তোলেন তৃণমূলনেত্রী। কেউ কাটমানি নিয়ে থাকলে তা ফিরিয়ে দেওয়ারও নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কাটমানিকে অস্ত্র করে এখন তৃণমূলকে ঘায়েল করতে চাইছে বিরোধী দলগুলি৷ বিধানসভা অধিবেশনেও যে এর আঁচ পড়তে চলেছে তা বিরোধী দলনেতা আব্দুল মান্নানের কথাতেই স্পষ্ট৷ সোমবার থেকে বুধবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর বিতর্ক চলবে। রাজ্যপালের ভাষণের উপর বিতর্কের সময় বিরোধীরা কাটমানি প্রসঙ্গ তুলবেন।

সাম্প্রতিক উপনির্বাচনের পর বিজেপির শক্তি বিধানসভায় বেড়েছে। নতুন বিজেপি পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা আগেই জানিয়েছেন, সোমবার সকালে বৈঠক করে তাঁরা কাটমানি ইস্যুতে বিধানসভার রণনীতি ঠিক করবেন। এদিকে, শাসক তৃণমূল কংগ্রেস তৎপর বিরোধীদের এই উদ্যোগ প্রতিরোধ করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.