কোভিড মহামারী কেড়ে নিল আরও এক বিশিষ্ট রাজনীতিকের প্রাণ। প্রয়াত হলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা জগন্নাথ পাহাড়িয়া। ১৯৮০-৮১ সাল পর্যন্ত রাজস্থানের মুখ্যমন্ত্রী ছিলেন জগন্নাথ পাহাড়িয়া, তিনি হরিয়ানা ও বিহারের রাজ্যপালও ছিলেন, ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীও। বুধবার ৮৯ বছরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিশিষ্ট রাজনীতিক জগন্নাথ পাহাড়িয়া। কোভিড-১৯ সংক্রমিত ছিলেন তিনি।
জগন্নাথ পাহাড়িয়ার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকে বিহ্বল রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকালে টুইট করে শোক-বার্তায় জানিয়েছেন, “রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ পাহাড়িয়া জির প্রয়াণে ব্যথিত। দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক জীবনে সমাজকে ক্ষমতায়িত করার জন্য উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন তিনি। পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই।” রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট শোক-বার্তায় টুইট করে জানিয়েছেন, “জগন্নাথ পাহাড়িয়ার প্রয়াণে আমি বিস্মিত। রাজ্যপাল এবং কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেও দেশের সেবা করেছিলেন তিনি। দেশের প্রবীণ নেতাদের মধ্যে একজন ছিলেন তিনি।” অপর একটি টুইট গেহলট জানিয়েছেন, “জগন্নাথজির প্রয়াণে একদিনের শোক পালন করা হবে রাজস্থানে এবং জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। বৃহস্পতিবার বন্ধ থাকবে সমস্ত সরকারি দফতর।”
2021-05-20