শক্তিশালী ঘূর্ণিঝড় ‘তকতে’-র তাণ্ডবে গুজরাটে মৃতের সংখ্যা বেড়ে হল ৪৫। ঘূর্ণিঝড় প্রভাবিত গুজরাটের ১২টি জেলা থেকে ৪৫ জনের মৃত্যুর খবর মিলেছে। সৌরাষ্ট্র রিজিওনের আমরেলি জেলাতেই ১৫ জনের মৃত্যু হয়েছে, ভাবনগরে মৃতের সংখ্যা ৮, গির সোমনাথ জেলাতেও ৮ জনের মৃত্যু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বুধবার জানানো হয়েছে, আহমেদাবাদে ৫ জনের মৃত্যু হয়েছে, খেদা জেলায় দু’জন, আনন্দ, ভদোদরা, সুরাট, ভালসাদ, রাজকোট, নবসরী এবং পঞ্চমহল জেলায় একজন করে প্রাণ হারিয়েছেন। ঘূর্ণিঝড়ের সময় দেওয়াল ভেঙে প্রাণ হারান ২৪ জন, গাছ ভেঙে ৬ জনের মৃত্যু হয়েছে, বাড়ি ভেঙে এবং তড়িদাহত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে, বাড়ির ছাদ ভেঙে ৪ জনের মৃত্যু হয়েছে এবং টাওয়ার ভেঙে একজনের মৃত্যু হয়েছে।
এই পরিস্থিতিতে বুধবার গুজরাট এবং কেন্দ্রশাসিত অঞ্চল দিউয়ের ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আকাশপথে ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। উনা, দিউ, জাফারাবাদ ও মহুভার মতো এলাকা আকাশপথে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী ও গুজরাটের মুখ্যমন্ত্রী। পরে আহমেদাবাদে বৈঠকও করেছেন প্রধানমন্ত্রী।
2021-05-19