করোনার জেরে বন্ধ হয়েছে লোকাল ট্রেন চলাচল। এরপর ১৬ মে রাজ্যজুড়ে জারি হয়েছে কার্যত লকডাউন। লোকাল ট্রেনের সঙ্গেই এবার বন্ধ হয়েছে বাস, মেট্রো ও জলপথ পরিবহণ। ফলে কমছে দূরপাল্লার ট্রেনের যাত্রী। এই পরিস্থিতিতে বাতিল হল আরও ১০টি দূরপাল্লার ট্রেন। এরমধ্যে রয়েছে হাওড়া-পুরী এক্সপ্রেস ট্রেন। পাশাপাশি শিয়ালদা-নিউ জলপাইগুড়ি, কলকাতা-হলদিবাড়ি, কলকাতা-শিলঘাটের মতো উত্তরবঙ্গগামী ট্রেনও। ফলে আপাতত পুরী এবং দার্জিলিং ভ্রমণের পরিকল্পনা বাতিল করতে হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও এমনিতেই কার্যত লকডাউন চলছে রাজ্যে। সম্প্রতি পূর্ব রেল কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করে ১০টি দূরপাল্লার ট্রেন বাতিলের কথা জানিয়েছে। দেখে নিন কোন কোন ট্রেন বাতিল করল পূর্ব রেল
২০ মে থেকে শিয়ালদা-নিউ জলপাইগুড়ি, ২১ মে থেকে নিউ জলপাইগুড়ি-শিয়ালদা স্পেশাল ট্রেনটি বাতিল থাকবে।
১৯ মে থেকে শিয়ালদা-পুরী, ২০ মে থেকে পুরী-শিয়ালদা দুরন্ত স্পেশাল ট্রেন বাতিল থাকবে।
২০ মে থেকে আপ ও ডাউন কলকাতা-হলদিবাড়ি স্পেশাল ট্রেন বাতিল থাকবে।
২৪ মে থেকে কলকাতা-শিলঘাট স্পেশাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে।
১৯ মে থেকে বাতিল হাওড়া-বালুরঘাট আপ ও ডাউন স্পেশালও ট্রেনটি বাতিল থাকবে।