2-Deoxy-D Glucose oral powder 2.34g

এতদিন ধরে ছিল ভ্যাকসিন। এবার আমাদের দেশ নিয়ে এল করোনার ওষুধ। ইতিমধ্যেই এই ওষুধ দশ হাজার রোগীর জন্য ছাড়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষবর্ধন এই ওষুধ আনুষ্ঠানিকভাবে ভারতের জনগণের কল্যাণে জাতির হাতে সমর্পণ করেছেন।
ওষুধটির নাম : 2DG বা
2-Deoxy-D Glucose oral powder 2.34g
যাবতীয় পরীক্ষার পর এটি করোনা রোগীর জন্য ছাড়ার অনুমতি দিয়েছেন The Drug Controller General of Indiaর কর্তারা। ওষুধটি অতি কম সময়ের মধ্যে গবেষণা করে প্রস্তুত করেছেন ভারতের Defence Research & Development Organisation(DRDO)-এর বিজ্ঞানীরা।
ওষুধটির প্রস্তুতি ও উৎপাদনের দায়িত্ব নিয়েছে Institute of Nuclear Medicine and Allied Sciences(INMAS) এবং হায়দরাবাদের Dr. Reddy’s Laboratories।
•••••
ইতিমধ্যেই ওষুধটি সাড়া জাগিয়েছে। ঘরে-বাইরে। আপাতত করোনার জটিল রোগীদের ওপর ব্যবহার করা হচ্ছে। এবং কার্যকরী সুফলও দেখা গেছে।
•••
এই ওষুধটি হয়তো করোনার মোক্ষম ওষুধ রূপে অচিরেই গণ্য হবে।
সোশ্যাল মিডিয়ায় ডাক্তারেরা অভিনন্দন জানাচ্ছেন ভারতীয় বিজ্ঞানীদের। সবাই স্বদেশকে নিয়ে গর্ব প্রকাশ করছেন।
•••
এদিকে বিষাক্ত কমিউনিস্টরা চোখে সর্ষের ফুল দেখছে। ‘অক্সিজেন নেই’ ‘লরেন মুদি জবাব দাও’ বলে শেয়ালের হল্লা জুড়তেই সারা দেশে অক্সিজেনের ব্যবস্থা হয়ে গেল। এক রাতের মধ্যে গোটা দেশে অক্সিজেন এক্সপ্রেস চালু করে কোনায় কোনায় পৌঁছে দেয়া হলো অক্সিজেন। মজার ব্যাপার, দিনরাত যে আদানি-আম্বানি টাটা-কে এরা গালিগালাজ করে, এই অক্সিজেনের সিংহভাগ এইরকম পুঁজিপতিরাই ব্যবস্থা করেছেন। যেসব দেশে ভারত ইতিমধ্যে ওষুধ ভ্যাকসিন ও অন্যান্য সামগ্রী দিয়ে সাহায্য করেছিল~ওরা এগিয়ে এল এই দুর্দিনে। ব্যস, ইসু বন্ধ। মুখে তালা। এবার গঙ্গার মড়া শুঁকছে বামশকুনেরা। ১৩০ কোটির একটা দেশে নিজেরা ভ্যাকসিন আবিষ্কার করে উৎপাদন করে এই সামান্য কয়েক মাসের মধ্যে বিলি করা কি মুখের কথা? সেসব নিয়ে চুপ। ফেব্রুয়ারিতে ভ্যাকসিন শুরু। তিন মাস হয়েছে। বামশেয়ালের রব চারদিকে। হুক্কাহুয়া। গেলবার টানা লকডাউন ছিল~কিন্তু খাদ্যসংকট হয়নি। জিনিসপত্রের দামও নিয়ন্ত্রণে ছিল। ঘরে ঘরে চাল ডাল রেশন গ্যাস বিনামূল্যে পৌঁছে গেছে। অ্যাকাউন্টে ঢুকেছে টাকা। সেসব ফ্রি খেয়ে পেয়ে চোয়া ঢেঁকুর তুলে এই বামেরাই বলছে~’লরেন মুদি যত লষ্টের গোড়া’।
দেখবেন~এই কমরেডগুলোই এই যে নয়াআবিষ্কৃত জীবনদায়ী করোনা মেডিসিন 2DG লুকিয়ে নেবে, এবং বেরিয়ে এসে ধুয়ো তুলবে~’লরেন মুদি ফ্যাসিবাদী’।
•••
কুছ তো লিয়াজ করো কমরেড। গর্ব করো। করবে কী করে~এরাই তো টুকরে টুকরে গ্যাং। এরাই তো বলেছিল~ভারত কি বরবাদি তক জং রহেগি জং রহেগি।
•••
প্রশান্ত চক্রবর্তী
১৮-৫-২১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.