নারদ স্টিং অপারেশন মামলায় সোমবার সকাল থেকে একাধিক ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে কলকাতায়। আজই এই মামলার প্রথম চার্জশিট পেশ। তার আগে সাতসকালেই চেতলার বাড়িতে গিয়ে রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা তৎকালীন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে সিবিআই দপ্তর অর্থাৎ নিজাম প্যালেসে নিয়ে আসা হয়েছে। আনা হয়েছে মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়কেও। এঁদের সকলেরই ফুটেজ রয়েছে স্টিং অপারেশন। নেতা, মন্ত্রীদের গ্রেপ্তারির সঙ্গে সঙ্গেই প্রতিবাদে নেমেছে তৃণমূল। এই সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি LIVE:
দুপুর ১.৩০: সুপ্রিম কোর্টের রায়ের লঙ্ঘনের যুক্তি দিয়ে ধৃত চার মন্ত্রী, বিধায়কের জামিনের আবেদন জানানো হল ব্যাঙ্কশাল আদালতে। মহামারী পরিস্থিতিতে ভারচুয়াল শুনানি হবে।
দুপুর ১.২০: শোভন চট্টোপাধ্যায় বন্ধু, অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া, রাজনৈতিক চক্রান্ত চলছে। তারই শিকার হয়েছেন শোভন চট্টোপাধ্যায়।
দুপুর ১.১৬: ধৃত মন্ত্রী, বিধায়কদের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগে এবার চার্জশিট পেশ করার অনুমোদন পেল ইডি। ধৃতদের সম্পত্তি বাজেয়াপ্তের কাজ শুরু।
দুপুর ১.০৮: রাজ্যের কড়া বিধিনিষেধের মাঝে বন্ধ আদালত। নারদ কাণ্ডে ধৃত ৪ মন্ত্রী, বিধায়কের শুনানি হতে পারে ভারচুয়ালি।
দুপুর ১২.৪০: রাজ্যের ৪ মন্ত্রী, বিধায়কের গ্রেপ্তারিতে উত্তপ্ত গোটা রাজ্য। বর্ধমানে জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূল সমর্থকদের।
দুপুর ১২.৩৬: মন্ত্রী-বিধায়কদের গ্রেপ্তারির জন্য সিবিআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিক পুলিশ, আবেদন জানিয়ে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি তৃণমূল মহিলা কংগ্রেসের।
দুপুর ১২.৩০: নিজাম প্যালেসে এলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আধিকারিক IPS জ্ঞানবন্ত সিং। মুখ্যমন্ত্রী সিবিআই দপ্তরেই প্রায় দেড়ঘণ্টা ধরে বসে। বাইরে দলীয় কর্মীদের ভিড়ে তাঁর নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করতে সেখানে পৌঁছন জ্ঞানবন্ত সিং।
দুপুর ১২.২২: আরও দুটো বাস, ট্রাকে বাড়তি বাহিনী পাঠানো হচ্ছে নিজাম প্যালেসে। জওয়ানদের আপাতত দূরত্ব বিধি মেনে সতর্ক থাকার নির্দেশ।
দুপুর ১২.১৭: নিজামের বাইরে মুহুর্মুহু বিক্ষোভ তৃণমূল কর্মীদের। পরিস্থিতি সামলাতে আরও এক কোম্পানি বাহিনী চেয়ে পাঠানো হল দিল্লি থেকে। দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতায় বিক্ষোভ। কাঁকুড়গাছি, মানিকতলায় মোদির কুশপুতুল দাহ।
দুপুর ১২.০৮: নারদ কাণ্ডে বাংলার তৎকালীন ৪ মন্ত্রী সুব্রত মুখোপাধ্য়ায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমের গ্রেপ্তারির খবর ঘোষণা করলেন দিল্লির সিবিআই আধিকারিক।
CBI arrested 4 then ministers(Firhad Hakim, Subrata Mukherjee, Madan Mitra & Sovhan Chatterjee) of West Bengal govt in case related to Narada sting operation. CBI had registered instant case on April 16, 2017, on orders of Calcutta High Court: RC Joshi, Chief Information Officer pic.twitter.com/q4ZDye0EcM
— ANI (@ANI) May 17, 2021
বেলা ১১.৫৬: রাজ্যের মন্ত্রী, বিধায়কদের গ্রেপ্তারি নিয়ে সিবিআইয়ের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। ”কাউকে গ্রেপ্তার করা হবে, কাউকে হবে না – এটা চলতে পারে না।” বক্তব্য তাঁর।
বেলা ১১.৪৫: নিজাম প্যালেসের বাইরে তৃণমূল কর্মী, সমর্থকদের উপচে পড়া ভিড়। সকলের হাতে পোস্টারে লেখা, এই গ্রেপ্তারি রাজনৈতিক প্রতিহিংসামূলক পদক্ষেপ। মূল গেট ভেঙে প্রবেশের চেষ্টা। তাঁদের রুখতে তৎপর কেন্দ্রীয় বাহিনী।
বেলা ১১.৩৭: তৃণমূল বিধায়কদের গ্রেপ্তারি নিয়ে সিবিআইয়ের বিরুদ্ধে সরব প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রর ছেলে রোহন। প্রতিহিংসা, ষড়যন্ত্রের তত্ত্ব তুলে টুইটে তোপ তাঁর। https://platform.twitter.com/embed/Tweet.html?creatorScreenName=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in&dnt=false&embedId=twitter-widget-3&features=eyJ0ZndfZXhwZXJpbWVudHNfY29va2llX2V4cGlyYXRpb24iOnsiYnVja2V0IjoxMjA5NjAwLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X2hvcml6b25fdHdlZXRfZW1iZWRfOTU1NSI6eyJidWNrZXQiOiJodGUiLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X3R3ZWV0X2VtYmVkX2NsaWNrYWJpbGl0eV8xMjEwMiI6eyJidWNrZXQiOiJjb250cm9sIiwidmVyc2lvbiI6bnVsbH19&frame=false&hideCard=false&hideThread=false&id=1394163818108882948&lang=en&origin=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fkolkata%2Fnarada-case-live-update-massive-protest-outside-nizam-palace-central-sends-extra-more-central-forces%2F&sessionId=096358a63423cc0441e1ed91d0b2a8d69672723a&siteScreenName=SangbadPratidin&theme=light&widgetsVersion=82e1070%3A1619632193066&width=550px
কেবল প্রতিহিংসা নয়, এটা ষড়যন্ত্রের শুরু। নারদ কান্ডের ভিডিও ডিলিট, অভিযুক্তদের দলে নেওয়ার পর সততার কথা মানায় না; বাংলার মানুষের আত্মমর্যাদাকে আঘাত করলো বিজেপি।
— Rohan S Mitra (@rohansmitra) May 17, 2021
বেলা ১১.৩০: নিজাম প্যালেসে এলেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা।
বেলা ১১.২৬: ‘এতদিন পর বিচার মিলল, আমার সুখের দিন’। প্রতিক্রিয়া নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলের। শুভেন্দু কেন গ্রেপ্তার হলেন না, এই প্রশ্ন তুললেন তিনি। ম্যাথুর দাবি, মুকুল রায় তাঁর থেকে কোনও টাকা নেননি।
বেলা ১১.২২: নিজাম প্যালেসে কার্যত ‘ধরনা’য় মমতা বন্দ্যোপাধ্যায়। আধঘণ্টা ধরে তিনি ১৫ তলায় সিবিআইয়ের অ্যান্টি কোরাপশন বিভাগের আধিকারিকদের সঙ্গে কথা বলছেন।
বেলা ১১.১৯: যে ধারায় মামলা হয়েছে, তা জামিনযোগ্য। দাবি সুব্রত মুখোপাধ্যায়ের আইনজীবী। তাঁর দাবি, নিয়মিত সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়া সত্ত্বেও কেন গ্রেপ্তার? চার্জশিট কেন এতদিন দেওয়া হল না? প্রশ্ন তুললেন তিনি। চার্জশিট পেশের সময়ে অভিযুক্তদের গ্রেপ্তারি অপ্রয়োজনীয়, মত তাঁর।
বেলা ১১.১০: ধৃত ৪ হেভিওয়েটের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০ বি-র ৭ নং ধারা, ১৩এ এবং ১৩ বি ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বেলা ১১: ‘আমাকেও গ্রেপ্তার করুন’, সিবিআই দপ্তরে গিয়ে অফিসারদের জানালেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী সিবিআইয়ের ডিআইজির সঙ্গেও কথা বলতে চান। বেআইনিভাবে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, এই অভিযোগে সরব হলেন। তাঁর তরফে আইনজীবী অনিন্দ্য রাউত জানালেন, গ্রেপ্তার না করলে সিবিআই দপ্তর থেকে মুখ্যমন্ত্রী বেরবেন না বলে জানিয়েছেন।
সকাল ১০.৪৫: নিজাম প্যালেসে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাঁর মুখ থমথমে। নবান্ন যাওয়ার পথে তিনি চলে আসেন সিবিআই দপ্তরে। কথা বলতে পারেন আইনজীবীদের সঙ্গে।
সকাল ১০.৩২: নারদ কাণ্ডে কলকাতায় তৃণমূল কর্মীদের বিক্ষোভের জের। বিজেপির হেস্টিংস অফিসে বাড়তি নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি। আজ বিজেপি নেতা, কর্মীদের সেখানে যেতে নিষেধ করেছে শীর্ষ নেতৃত্ব, খবর সূত্রের।
সকাল ১০.২৫: ফিরহাদ হাকিমের পর গ্রেপ্তার সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র। জানাল সিবিআই। এঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলায় দায়েরের সম্ভাবনা।
সকাল ১০.১৫: এই গ্রেপ্তারি আইন অনুমোদন করে না। আইন না মেনেই গ্রেপ্তার করা হয়েছে ফিরহাদ হাকিমকে। প্রতিক্রিয়া বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। নিয়ম অনুযায়ী, কোনও বিধায়ককে গ্রেপ্তার বা তাঁর বিরুদ্ধে তদন্ত চালাতে স্পিকারের অনুমতি প্রয়োজন।
সকাল ৯.৩৫: কার্যত দুর্গ নিজাম প্যালেস। বিক্ষোভের আশঙ্কায় মূল ফটক থেকে গোটা চত্বর মুড়ে ফেলা হল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে।
সকাল ৯.৩০: নিজাম প্যালেসে নিয়ে পৌঁছলেন ফিরহাদ হাকিম। ইতিমধ্যেই সেখানে আনা হয়েছে সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে। নারদা স্টিং অপারেশনে এঁদের ভিডিও ফুটেজ দেখা গিয়েছে। সকলকে জিজ্ঞাসাবাদের জন্য ‘আটক’ করা হয়েছে, দাবি সিবিআইয়ের।
সকাল ৯.০৫: ফিরহাদকে সিবিআই নিয়ে যেতেই ক্ষোভে ফেটে পড়েন চেতলার তৃণমূল কর্মীরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে বচসা, বাকবিতণ্ডা। পথ অবরোধ তৃণমূল কর্মী, সমর্থকদের। মহিলারাও শামিল হন প্রতিবাদে।
সকাল ৯: চেতলায় ফিরহাদ হাকিমের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর প্রচুর জওয়ান, সঙ্গে সিবিআই আধিকারিকরা। তাঁকে বের করে নিয়ে যাওয়া হল। ”নারদ মামলায় আমাকে গ্রেপ্তার করছে, স্পিকারের অনুমতি ছাড়াই গ্রেপ্তার করছে, কোর্টে দেখে নেব”, সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই চ্যালেঞ্জ ছুড়ে বেরিয়ে গেলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী।