সোমবার দিল্লির লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সংক্রমণের রেখচিত্র আরও নামাতে ফের এক সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়ল রাজধানীতে। রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেন, আগামী ২৪ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হল।
তাঁর কথায়, লকডাউনের যে সুফল পাওয়া গিয়েছে সংক্রমণের শৃঙ্খল ভাঙতে তা আমরা হারাতে চাই না। তাই আরও এক সপ্তাহ লকডাউন জারি থাকবে। তিনি বলেছেন, যা যা বিধি ছিল সবই কার্যকর থাকবে। অর্থাত্ দিল্লিতে মেট্রো পরিষেবা সহ সবই বন্ধ থাকবে আরও এক সপ্তাহ। কেবল জরুরি পরিষেবা চলবে।
Asha
গত শুক্রবার দিল্লিতে দৈনিক আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৮ হাজার ৫০৬ জন। এক মাস পর আক্রান্তের সংখ্যা ১০ হাজারের নীচে নামে ওই দিন। শনিবার তা আরও কমে ছ’হাজারের সামান্য বেশি। দিল্লি সরকার মনে করছে, সঠিক সময়ে লকডাউন করার ফলেই এই সাফল্য এসেছে।
এপ্রিলের মধ্যভাগে দিল্লির সংক্রমণের হার পৌঁছে গিয়েছিল ৩২ শতাংশে। এখন তা নেমে দাঁড়িয়েছে ১১.৩২ শতাংশে। দিল্লি সরকার চাইছে এই হারকে পাঁচ শতাংশের নীচে নামাতে। বিষেশজ্ঞরা বলছেন, দিল্লির মতো ঘন জনবসতিপূর্ণ এলাকায় সংক্রমণের হার পাঁচের নীচে না নামলে তা ঝুঁকিপূর্ণ। লকডাউনের মেয়াদ বাড়িয়ে সংক্রমণের হার কমিয়ে আনাই লক্ষ্য কেজরিওয়াল সরকারের।