রবিবার আবার বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। পাঁচ রাজ্যে নির্বাচন শেষ হওয়ার পর ক্রমাগত বেড়েই চলেছে পেট্রল ও ডিজেলের দাম( Petrol Diesel price)। ৪ মে থেকে এই নিয়ে ৯ বার দাম বাড়ল। কেবল সপ্তাহতেই পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে ৪ বার। রাজধানী দিল্লিতে(Delhi) পেট্রলের দাম ২৪ পয়সা বেড়ে হল ৯২.৫৮ টাকা। ডিজেলের দাম ২৭ পয়সা বেড়ে হয়েছে ৮৩.২২ টাকা। মুম্বইয়ে(Mumbai) রবিবার প্রতি লিটারে পেট্রোলের দাম ৯৮ টাকা ৮৮ পয়সা আর ডিজেলের দাম ৯০ টাকা ৪০ পয়সা। কলকাতায় (Kolkata) পেট্রোলের দাম প্রতি লিটারে ৯২ টাকা ৬৭ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৮৬ টাকা ০৬ পয়সা। চেন্নাইতে(Chennai) আজ পেট্রোলের দাম ৯৪ টাকা ৩১ পয়সা আর ডিজেলের দাম ৮৮ টাকা ০৭ পয়সা।
এই চার মহানগর ছাড়াও রবিবার বেঙ্গালুরুতে পেট্রোল প্রতি লিটারে ৯৫ টাকা ৩৩ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৮৭ টাকা ৯২ পয়সা।পটনায় আজ এক লিটার পেট্রোলের দাম ৯৪ টাকা ৭৯ পয়সা আর ডিজেলের দাম ৮৮ টাকা ৪৬ পয়সা প্রতি লিটার। জয়পুরে রবিবার পেট্রোল প্রতি লিটারে ৯৮ টাকা ৬৭ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৯১ টাকা ৫৪ পয়সা। হায়দরাবাদে পেট্রলের দাম বেড়ে হয়েছে ৯৬.২২ টাকা এবং ডিজেল ৯০.৭৩ টাকা।
করোনার (Corona Virus) দ্বিতীয় ঢেউয়ে কাবু গোটা দেশ। অধিকাংশ শহরে জারি হয়েছে লকডাউন। কেউ কাজ হারিয়েছে আবার অনেকের কমেছে বেতন। এমন পরিস্থিতিতে সংসার চালাতে রীতিমতন হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ।কিন্তু এসবের মধ্যেও লাগাতার বেড়ে চলেছে জ্বালানির দাম। এর ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বিপুল হারে বাড়তে পারে। চিন্তার ভাঁজ পড়ছে মধ্যবিত্তের কপালে।