আগামী জুলাই মাসের শেষ পর্যন্ত দেশে ৫১.৬ কোটি ভ্যাকসিন উৎপাদন সম্পন্ন হবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীজানিয়েছেন। শনিবার তিনি সাংবাদিকদের একথা জানিয়ে বলেন, রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিককে প্রয়োগ করার ক্ষেত্রে মঞ্জুরি দেওয়া হয়েছে। এর পাশাপাশি ক্যাডিলা, সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, ভারত বায়োটেক, এবং জিনোবার আরএনএ-র মত ভ্যাকসিনকেও ভারত সরকারের পক্ষ থেকে মঞ্জুরি দেওয়া হয়েছে। হিসাব করে দেখা গেলে, এ বছরের আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে দেশে ২১৬ কোটি ভ্যাকসিন পাওয়া যাবে।স্বাস্থ্যমন্ত্রী এদিন আরও বলেন, ভ্যাকসিনের পাওয়ার ক্ষেত্রে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধপ্রদেশ এবং গুজরাতের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ে মাধ্যমে বৈঠক করা হয়েছে। ইতিমধ্যে উত্তরপ্রদেশে করোনা সংক্রমণ হয়েছে বৃদ্ধি পেয়েছে। এখনও পর্যন্ত দুই শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪%। লখনউ ও মেরঠে ১৪ হাজার পজিটিভ সংক্রমণ পাওয়া গিয়ে। মধ্যপ্রদেশের দশ জেলায় মোট কুড়ি শতাংশ পজিটিভ সংক্রমণ গিয়েছে। আবার উত্তর প্রদেশ এবং গুজরাতের মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তিনি সংশ্লিষ্ট সরকারের কাছে স্বাস্থ্য ব্যবস্থাকে আরও মজবুত করার আহ্বান জানান।
2021-05-16