করোনা মোকাবিলায় ড্রাগ ২ ডিঅক্সি ডি গ্লুকোজ বা সংক্ষেপে ২ডিজি নতুন
ওষুধ তৈরি করল ডিআরডিও । আগামী সপ্তাহে বাজারে আসছে ডিআরডিও-র এই করোনার ওষুধ ।
করোনা
মোকাবিলায় ডিআরডিও’র তৈরি ওষুধকে জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র দিয়েছিল ড্রাগ
কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। এবার জানা গেল
আগামী সপ্তাহ থেকে বাজারে মিলবে এই ওষুধটি। ড্রাগ ২ ডিঅক্সি ডি গ্লুকোজ বা সংক্ষেপে
২ ডিজি নামে ওষুধটির প্রথম ব্যাচে থাকবে দশ হাজারটি ডোজ। যা ব্যবহার করা যাবে করোনা
রোগীদের চিকিৎসায়।
সংস্থার
পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ‘করোনার চিকিৎসার জন্য আগামী সপ্তাহেই ২ ডিজি ওষুধের
প্রথম ব্যাচটি বাজারে আসতে চলেছে। যাতে থাকবে দশ হাজারটি ডোজ। ওষুধটি বাজারে এলেই তা
করোনা রোগীদের জন্য ব্যবহার করা হবে।’ এর সঙ্গেই তাতে সংযোজন করা হয়েছে, ওষুধটি চিকিৎসক
অনন্ত নারায়ন ভাট–সহ ডিআরডিও’র বৈজ্ঞানিকদের একটি দল তৈরি করেছে। প্রস্তুতকারক সংস্থা
এই ওষুধটির উৎপাদন আরও বাড়াতেও সচেষ্ট হয়েছে, যাতে তা করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহার
করা যায়।
ইনস্টিটিউট
অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালিড সায়েন্স এবং হায়দরাবাদের ডক্টর রেড্ডি’স ল্যাবের
সহায়তায় ডিআরডিও’র গবেষণাগারে তৈরি করা হয়েছে এই ওষুধ।
জানা
গিয়েছে, তৃতীয় দফার ট্রায়ালের পর ডিআরডিও’র তৈরি ওষুধকে জরুরি ভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র
দেওয়া হয়।