ক্রমশ অতি প্রবল ঘূর্ণিঝড়ের আকার নিচ্ছে সাইক্লোন তউকতে (Tautkae)। মঙ্গলবার সকালে এর গুজরাট উপকূলে আছড়ে পড়ার কথা। সাইক্লোনের প্রভাবে ইতিমধ্যেই পশ্চিম ও দক্ষিণ ভারতের ৬টি জেলায় শুরু হয়েছে বৃষ্টিপাত।
# কর্ণাটকে ক্ষতিগ্রস্ত হয়েছে ৭৩টি গ্রাম। এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু ঘটেছে।
# গোয়ায় আঘাত হানল সাইক্লোন। প্রভাব পড়ল রাজধানী পানাজিতে।
# সাইক্লোন তউকতের সঙ্গে মোকাবিলার জন্য ৫৩টির বদলে ১০০টি টিম নামাল জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর।
# আগামীকাল গুজরাট ও দ্বারকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ১৪০ থেকে ১৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। কোথাও কোথাও ১৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনাও রয়েছে।
# দক্ষিণ পূর্ব অরব সাগরে মাছ ধরার ক্ষেত্রে জারি হয়েছে নিষেধাজ্ঞা। কেরল, কর্ণাটক, গোয়া ও মহারাষ্ট্র উপকূলে সতর্কতা জারি হয়েছে।