বিহারে এনসেফালাইটিস এর প্রকোপ এখনো চলছে। এই মস্তিষ্কপ্রদাহে এখনো পর্যন্ত ১৬৪ শিশুর মৃত্যু হয়েছে, শুধুমাত্র মুজফরপুরের সরকারি হাসপাতালে মৃত শিশুর সংখ্যা ১২৮ হয়ে গেছে। শ্রী কৃষ্ণ মেডিকেল কলেজ এবং হাসপাতালে ১০৮ আর কেজরীবাল হাসপাতালে ২০ জনের মৃত্যু হয়েছে। এই মস্তিষ্কপ্রদাহে এখনো পর্যন্ত ৫০০ এর বেশি শিশু প্রভাবিত হয়েছে।
শুক্রবার এসকেএমসিএইচ এবং কেজরীবাল হাসপাতালে ২৪ রোগীকে ভর্তি করানো হয়েছে। এই রোগের সাথে মোকাবিলা করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাজ্য মন্ত্রী নিত্যানন্দ রায় শুক্রবার বিহারের বিজেপির সমস্ত ১৭ সাংসদকে নিজের নিজের এলাকায় ২৫ লক্ষ টাকা করে দান করার ঘোষণা করেছেন। এই টাকা দিয়ে ওই এলাকার সদর হাসপাতালে পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের নির্মাণ করা হবে।
আরেকদিকে সংসদের দুই সদনেই শুক্রবার বিহারে ছড়ানো এনসেফালাইটিস এর প্রকোপ নিয়ে শিশু মৃত্যু নিয়ে কড়া সমালোচনা হয়। লোকসভা আর রাজ্যসভার দুই সদনেই চর্চার সময় বিহারে এনসেফালাইটিস এর প্রকোপে মৃত্যু হওয়া শিশুদের নিয়ে কথাবার্তা চলে। রাজ্যসভা শুরু হতেই উপ-সভাপতি হরিবংশ তিন মাস আগে শ্রীলঙ্কার ক্রাইস্টচার্চে হওয়া হামলায় মৃত ব্যাক্তিদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দেন।
এরপর বিরধীরা সংসদে বিহারে এনসেফালাইটিস এর প্রকোপ মৃত্যু হওয়া শিশুদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দেওয়ার দাবি তোলেন। বিরোধীদের দাবির পর সদনে এনসেফালাইটিস এর প্রকোপ মৃত্যু হওয়া শিশুদের উদ্দেশ্যে মৌন্যতা পালন করে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। এর আগে বিহারের সাংসদ রাজীব প্রতাপ রুডি এই শিশু মৃত্যুর ঘটনার পিছনে লিচু থেকে ছড়ানো ভাইরাসের তত্বকে স্বীকার করতে চাননি। তিনি জানিয়েছিলেন, লিচু থেকে এই রোগ ছড়াচ্ছে সেটা বলা ঠিক হবেনা।