একুশের নির্বাচনের ফলপ্রকাশ শেষে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলার পরিস্থিতি। সর্বত্রই ছড়িয়ে পড়েছিল রাজনৈতিক হিংসার আগুন। বিজেপির দাবী, তৃণমূলের অত্যাচারের জেরে গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন, এমনকি তাঁদের প্রাণে মেরেও ফেলা হচ্ছে।
তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে বলে মনে করছেন বিজেপির রাজ্য নেতৃত্বরা। এই পরিস্থিতিতে শুধুমাত্র দলীয় কর্মীদের পাশে দাঁড়ানোই নয়, তাঁদের দলে ধরে রাখাও মূল লক্ষ্য বিজেপি শিবিরের। জেলায় জেলায় পঞ্চায়েত থেকে জেলা পরিষদ স্তরে গেরুয়া শিবিরের যেসকল জনপ্রতিনিধিরা রয়েছেন, কিভাবে দলে তাঁদের ধরে রাখা যায়- সবকিছু নিয়েই কলকাতার হেস্টিংসে দলীয় কার্যালয়ে রাজ্য নেতৃত্বদের নিয়ে একটি বৈঠক ডেকেছে বিজেপি।