গত সোমবার গভীর রাতে অ্যাপ ক্যাবে চড়ে বাড়ি ফেরার সময় বাইক আরোহীরা হেনস্থা করে মডেল তথা অভিনেত্রী ঊষসী সেনগুপ্তকে। তার পরে সাত জনকে গ্রেফতার করা হয়। শুক্রবার পুলিশ তাদের আলিপুর আদালতে পেশ করে। বিচারক ১ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে সকলকেই জামিন দিয়েছেন।
সোমবার রাতে এক পাঁচতারা হোটেল থেকে সহকর্মীকে সঙ্গে নিয়ে অভিনেত্রী উঠেছিলেন উবারে। এলগিন রোডের কাছে তাঁদের গাড়িতে ধাক্কা মারে একটি বাইক। অভিযোগ, এরপর উবার থামিয়ে বাইক আরোহীরা ঝামেলা করতে থাকে। চালককে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়। কাছেই ময়দান থানায় গিয়ে ঊষসী সাহায্য চান। সেখানে পুলিশ তাঁকে ভবানীপুর থানায় যেতে পরামর্শ দেয়। পরে লেক গার্ডেনসে সহকর্মীকে নামাতে গেলে বাইক আরোহীরা সেখানে গিয়ে ঊষসীকে হেনস্থা করে। তিনি চিৎকার করলে তারা পালিয়ে যায়। পরে তিনি পুরো ঘটনার বিবরণ দিয়ে ফেস বুকে পোস্ট করেন।
তখন নানা মহল থেকে পুলিশের সমালোচনা শুরু হয়। পুলিশ সাত অভিযুক্তকে গ্রেফতার করে। তাদের নাম শেখ রাহিত, ফারদিন খান, শেখ সাবির আলি, শেখ গনি, শেখ ইমরান আলি, শেখ ওয়াসিম, আতিফ খান। তারা আনোয়ার শাহ রোড ও যাদবপুরের বাসিন্দা। তাদের পুলিশ হেপাজতে রাখা হয়। এদিন সরকারি আইনজীবী তাদের জামিনের বিরোধিতা করেন। কিন্তু বিচারক তাদের জামিন দিয়েছেন।