করোনাকালে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে নজির গড়েছিল কেন্দ্রীয় সরকার তথা রেল কর্তৃপক্ষ ।
করোনার দাপটের শুরুকালে নজিরবিহীন ভাবে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছিল কেন্দ্রীয় সরকার তথা রেল কতৃপক্ষ । রাজ্যগুলির সাথে হাত মিলিয়ে বিভিন্ন রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য চালু হয়েছিল “শ্রমিক স্পেশাল” ট্রেন যার মাধ্যমে শ্রমিকেরা পৌঁছে গিয়েছিল নিজ নিজ রাজ্যে তাও আবার বিনামূল্যে। এর জন্য প্রয়োজনীয় ভাড়ার ৮৫% বহন করেছিল রেল আর বাকি ১৫% সংশ্লিষ্ট রাজ্য। যদিও বিভিন্ন মিডিয়া এই তথ্যকে বিকৃত করে কেন্দ্রীয় সরকারের ছবি নষ্ট করার চেষ্টা করেছিল কিন্তু তা বিফল হয়েছে । “শ্রমিক স্পেশাল” নিয়ে কিছু রাজ্যের সাথে কেন্দ্রের বিবাদও জনসমক্ষে এসেছিল যখন মমতা ব্যানার্জী “শ্রমিক স্পেশাল” ট্রেন নিতে মানা করে ট্রেনগুলিকে “করোনা ট্রেন” বলেছিলেন । তারপর অবশ্য বিরোধীদের ও জনসাধারণের চাপসৃষ্টিতে “শ্রমিক স্পেশাল” এসেছিল পশ্চিমবঙ্গেও। এর জন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বহু পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার।
করোনাকালে কেন্দ্রীয় সরকারের পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর সাক্ষী থেকেছে গোটা দেশ । গত বছর মে মাস থেকে এখনো পর্যন্ত রেল মোট ৪৬১০ টি শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়ে বিভিন্ন রাজ্য থেকে পাওয়া লিস্ট অনুযায়ী প্রায় ৬৫ লক্ষ মানুষকে বাড়ি পৌঁছে দিতে পেরেছে কেন্দ্রীয় সরকার।
করোনার সময় এভাবে অভিভাবকের ন্যায় শ্রমিকদের পাশে দাঁড়ানোকে অভিবাদন জানিয়েছে নেটিজেনরাও । সরকারের এই দূরদর্শিতার ফলে বহু শ্রমিক দ্বিতীয় ঢেউয়ে এই ভোগান্তির হাত থেকে নিস্তার পেয়েছে । করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রীর নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের মধ্যে অন্যতম হয়ে থাকবে পরিযায়ী শ্রমিকদের জন্য চালানো ” শ্রমিক স্পেশাল” ।
বাপ্পাদিত্য